দেড়ঘণ্টায় লাগেজ পেয়ে এয়ারপোর্ট কর্তৃপক্ষের জন্য দোয়া ও মোনাজাত

১১১ পঠিত ... ১৭:৪৯, নভেম্বর ১৫, ২০২৩

দেড়ঘণ্টায়-লাগেজ-পেয়ে-এয়ারপোর্ট

দেশ হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশ এখনো উন্নয়নশীল হলেও কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ৫ দেশের মধ্যে থাকবে। এই 'কিছু' ক্ষেত্রের মধ্যে একটি সিগনেচার জায়গা হলো এয়ারপোর্টে লাগেজ পাবার ক্ষেত্রে। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজনেস ক্লাস প্যাসেঞ্জার সৌরভ ইসলাম নামের এক ভদ্রলোক দেশে পৌঁছানোর দেড়ঘণ্টার মধ্যেই লাগেজ পেয়ে যাওয়ায় এয়ারপোর্টে দাঁড়িয়ে কর্তৃপক্ষের জন্য দোয়া ও মোনাজাত করেছেন। ফেসবুক হতে প্রাপ্ত এই ছবিটি দেখে  অনেকেই তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে ভালো অভিজ্ঞতা শেয়ার করেন। ফেসবুকেই তৈরি হয় এক আবেগঘন মুহুর্তের।

ফেসবুক স্ট্যাটাস হতে জানা যায়, সৌরভ ইসলাম দেশে ল্যান্ড করেছেন সকাল ৮:১৬ তে, লাগেজ পেয়েছেন সকাল ১০টায়, ধানমন্ডি পৌঁছেছেন ১০:৩০ এ। মাত্র দেড় ঘণ্টার মধ্যে লাগেজ হাতে পাওয়ায় তিনি আনন্দে আত্মহারা হয়ে সেখানেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এক কাল্পনিক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগে বাংলাদেশের এয়ারলাইনসগুলো নিয়ে মানুষ আজেবাজে কথা বলতো। সার্ভিস খারাপ, ব্যাগেজ ক্যারোসাল আসতে অনেক দেরি করে, জিনিসপত্র চুরি হয়, আরও কত কি! এবার তো নিজের চোখেই প্রমাণ পেলাম। এতো ভালো সার্ভিস বিশ্বের আর কোথাও দেখিনি। আমার সাথে বাকি যারা ব্যাগেজ ক্যারোসালের জন্য অপেক্ষা করছিলো, তারাও ঠিক একই কথা বলেছেন। অন্যান্য দেশের এয়ারলাইনসগুলোর উচিত বিমান বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নেওয়া। আমি তো খুব ভয়ে ছিলাম। এই সপ্তাহে পাই কিনা লাগেজ! দেখি দেড় ঘণ্টার মধ্যেই হাজির! অবস্থাটা চিন্তা করেন..’ এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি শ্রদ্ধায় এবং কৃতজ্ঞতাবোধে তার চোখে পানি চলে আসে।

এয়ারপোর্টে তৎক্ষনাৎ একাকী দোয়া ও মোনাজাত করলেও খুব শীঘ্রই বড় পরিসরে আয়োজন করা হবে মোনাজাত ও দোয়া মাহফিলের। ইতিমধ্যে মাহফিলের ভেন্যুও ঠিক হয়ে গেছে। খুব শীঘ্রই তা সাধারণ নাগরিকদের জানিয়ে দেওয়া হবে।

১১১ পঠিত ... ১৭:৪৯, নভেম্বর ১৫, ২০২৩

Top