উটের ব্যবসা শুরু করতে যাচ্ছে জাহাঙ্গীরনগরের সামনের ডেইরি ফার্ম

৮৩ পঠিত ... ১৭:৩০, নভেম্বর ১৫, ২০২৩

19 (1)

আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, জাহাঙ্গীরনগরের সামনে আছে বিখ্যাত ডেইরি ফার্ম। কিন্তু, এই ডেইরি ফার্ম এবার তাদের রুপ বদলাতে চায়। ডেইরি ফার্ম থেকে সোজা চলে আসতে চায় উটের ব্যবসায়। এমন সিদ্ধান্ত কেন? বাংলাদেশের মতো দেশে এমন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? জানতেই আমরা গিয়েছিলাম তাদের ফার্মে।   

ফার্মের মালিক আমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে আঙুল দিয়ে বললেন, ‘ওই যে দেখতেছেন, ওইটা হচ্ছে ভবিষ্যৎ মরুভূমি। আর কয়েক মাস, না থুক্কু কয়েকদিন গেলেই এটা জাহাঙ্গীরনগর মরুভূমি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। প্রথমে রাগ লাগছিল, কিন্তু পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই গাছ কাটার কাজের জন্য ধন্যবাদ দিয়ে আসছি। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, উটের ব্যবসা করব। কিন্তু বাংলাদেশের মতো দেশে এটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না। আমাকে এই সুযোগ করে দিলো জাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা আমার স্বপ্ন বাস্তবায়ন করলো।‘

ফার্মের মালিকের স্ট্র্যাটেজি প্ল্যানার আমাদের আরও জানালেন, ‘আমরা প্ল্যান করেছি প্রত্যেকদিন বিকালে উটগুলোকে জাহাঙ্গীরনগরের ভেতরে হাঁটতে নিয়ে যাব। এটা আমাদের মেইন শাখা, তবে আরও কিছু শাখা করব। আমাদের দৃঢ় বিশ্বাস, ঢাকা দক্ষিণ আর উত্তরের সৌন্দর্যবর্ধন যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা আরও অনেকগুলো শাখা খুলে বসতে পারব।’

৮৩ পঠিত ... ১৭:৩০, নভেম্বর ১৫, ২০২৩

Top