সপ্তাহের অন্যান্য দিন অবরোধ ডাকায় মন খারাপ মঙ্গলবারের

১০৬ পঠিত ... ১৭:৫৫, নভেম্বর ১৩, ২০২৩

10

একদিন বিরতি দিয়ে আবার বুধ এবং বৃহস্পতিবার অবরোধ ডেকেছে বিএনপি, আর এতেই বেশ হতাশায় পড়ে গিয়েছে মঙ্গলবার। গত কয়েকসপ্তাহ ধরেই মোটামুটি একই রুটিন মেনে চলছে অবরোধ, ছুটির দিনের পাশাপাশি মঙ্গলবারকেও রাখা হচ্ছে অবরোধ, বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না মঙ্গলবার। এমনকি এই ঘটনায় সে ডিপ্রেশনেও চলে গিয়েছে বলে জানা যায়।

বিষয়টির বিস্তারিত জানতে মঙ্গলবারের কাছে সে কিছুটা ক্ষোভের সুরেই আমাদের বলে, ‘আমি কি মানুষ না? আমাকে ছুটির দিনের মতো ট্রিট কেন করা হচ্ছে? শনি,রবি, বুধ, বৃহস্পতিবার সবাই যদি অবরোধ পেতে পারে আমি কেন পাব না? বিএনপির এমন বৈষম্যমূলক আচরণের আমি তীব্র নিন্দা জানাই। আগামী সপ্তাহে যদি অন্যন্য দিনের সাথে আমাকেও অবরোধের আওতায় না রাখা হয় তবে আমি নিজেই বিএনপির বিরুদ্ধে অবরোধ ডাকবো।’

অন্যদিকে মঙ্গলবারের এমন দাবির পরিপ্রেক্ষিতে শুক্র এবং শনিবারও অবরোধের আওতায় আসার জন্য আলোচনা শুরু করেছে বলে জানা যায়, ভুয়া এক সূত্র থেকে জানা যায় দরকার হলে শুক্র/শনিবার নিজেদেরকে সাপ্তাহিক ছুটির তালিকা থেকে ছেটে ফেলবে তারপরেও তারা অবরোধের আওতায় আসতে চায়।

১০৬ পঠিত ... ১৭:৫৫, নভেম্বর ১৩, ২০২৩

Top