হেমন্তকে বিদায় জানিয়ে শীতকাল আসি আসি করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। উত্তরাঞ্চলসহ কিছু জায়গায় শীত ইতিমধ্যে চলে এসেছে। কুয়াশা, শিশিরের আনাগোনাও বেশ প্রকট। তবে গতকাল ১০ নভেম্বর অদ্ভুতরকম এক আবহাওয়া লক্ষ করা যায় ঢাকা আর্মি স্টেডিয়ামে। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছে তানভীর রাফি।
গতকাল সারাদেশের তাপমাত্রা ছিলো ৩১ ডিগ্রী সেলসিয়াস। আকাশ ছিলো বিস্ময়কররকম পরিষ্কার, ছিলো না মেঘ/কুয়াশার ঘনঘটা, এমনকি শীতের আভাসও। তবে আর্মি স্টেডিয়ামের আকাশ বলছিলো ভিন্ন কথা। দুপুর একটা থেকেই শুধুমাত্র আর্মি স্টেডিয়ামের আকাশে জমা হতে থাকে কুয়াশা। এ কুয়াশার মতো মেঘ কোথা থেকে এলো, কীভাবেই বা এলো কেউই এ ব্যাপারে ওয়াকিবহাল নন।
এ ধোঁয়াশার ব্যাপারে অতিসত্ত্বর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে একজন বলেন, ‘আমরা খুব দ্রুত তদন্তের ব্যবস্থা করছি। আপাতত কোক স্টুডিওর কনসার্টটি সুন্দরভাবে শেষ হোক, এটাই একমাত্র চাওয়া।’
এদিকে আর্মি স্টেডিয়ামের উপর মেঘের ঘনঘটা দেখে বনশ্রী তানভির ইসলাম জানান, ‘ঢাকার বুকে একখণ্ড সাজেক দেখার আশায় আমরা স্বপরিবারে আর্মি স্টেডিয়ামের দিকে রওনা হয়েছিলাম। পরে জানতে পারি সেখানে কনসার্ট হচ্ছে। তাই ভীড় ঠেলে আর যাইনি। ছাদ থেকেই সাজেক দেখেছি...’
এদিকে কনসার্টে উপস্থিত থাকা ধরিত্রী রায় (২৪) বলেন, ‘ভাই, মেঘটেঘ বাদ দেন। এইগুলা মানুষের পশ্চাৎ দেশ থেকে আসা গ্যাস। গ্যাসের পরিমান এত বেশি যে প্রতি মিনিটে অন্তত ১০০০ লিটার গ্যাস নিঃসরণ হচ্ছে এখানে। ওইগুলাই জমতে জমতে উপরে গিয়ে মেঘ হয়েছে। যখন বৃষ্টি হয়ে নামবে, তখন টের পাবেন...’ এই বলে ধরিত্রী রায় নাক চেপে ধরেন।