গ্র্যাজুয়েট হয়ে এবার বিসিএস পরীক্ষা দেয়ার কথা ভাবছেন মার্ক জাকারবার্গ!

৪৪৬৩ পঠিত ... ২২:০২, জুন ০২, ২০১৭

গত পঁচিশ মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা 'মার্ক এলিওট জাকারবার্গ'। যতই ফেসবুকের মালিক হন না কেন, ফেসবুকিং তো আর কারো পেশা হতে পারে না। পেশা হিসেবে কী বেছে নিতে চান, সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন নিজেই। ব্যক্তিগত এক টুইটে তিনি বলেন, ‘গ্রাজুয়েশন শেষ হলো। এবার ফেসবুক ডিএক্টিভেট করে বিসিএস-এর জন্য পড়াশোনা শুরু করতে চাই।'

'বিসিএস ক্যাডার হইতে চাই' শিরোনাম দিয়ে প্রোফাইলে একটি লাইফ ইভেন্টে অ্যাড করে তিনি লেখেন, ‘মা, আমি সব সময় তোমাকে বলতাম, একদিন আমি বিসিএস পরীক্ষা দিবো। বিসিএস ছাড়া আসলে কিছুতে কোনো লাভ নাই, তা আমি এতদিন ফেসবুকিং করে বুঝে গেছি। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে পারি নাই, কিন্তু বিসিএস ক্যাডার আমি ঠিকই হবো মা!’

'ভাই কোনো কোচিংয়ে ভর্তি হইবেন নাকি' একজন ভক্তের এমন কমেন্টের উত্তরে তিনি লেখেন, ‘আপাতত নীলক্ষেতে বই খুঁজছি। তবে প্রিসিলা আমাকে ভোরাকল বিসিএস কোচিং-এ ভর্তি হতে বলেছে। ওটা চাইনিজ কিনা বুঝছি না। চাইনিজ হলে বাদ।’

‘বস, ফার্স্ট চয়েজ কী?’ এক ভক্তের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অ্যাডমিন ক্যাডার হতে চাই। ম্যাজিস্ট্রেট হয়ে ভেজাল ফেক আইডির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এই শ্লার ফেক আইডিগুলা বহুত প্যাড়া দিচ্ছে জীবনে!’

'ফেসবুকিং করে অনেক টাইম নষ্ট করেছি' এমনটা উল্লেখ করে তিনি বলেন, 'এবার ক্যারিয়ার গড়তে চাই। ড্রপ আউট দিয়ে অনার্সে অনেক সময় নষ্ট হয়েছে, আর সময় নষ্ট নয়। এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিনলাম। ঈদের আগেই শেষ করার ইচ্ছা আছে।’ 

পোস্টের শেষ কমেন্টে জাকারবার্গ বাংলালিংকের মত ছড়া কেটে লেখেন, ‘পড়াশোনা করে যে, বিসিএস ক্যাডার হয় সে।’

৪৪৬৩ পঠিত ... ২২:০২, জুন ০২, ২০১৭

Top