বছরে ৬ মাস ছুটি কাটাতে প্রেগন্যান্ট হতে চায় খালিদ ফারহান, এনায়েত চৌধুরী ও সাদমান সাদিক

১৮২৮ পঠিত ... ১৮:৫৪, অক্টোবর ১৬, ২০২৩

6mash-chuti

দ্য ট্রাইনোমিয়াল পডকাস্টের গত আগস্ট মাসের এক শোতে খালিদ ফারহান মহিলাদের প্রেগন্যান্সি ও প্রেগন্যান্সি লিভ নিয়ে মূল্যবাদ মতামত দিয়েছেন। তার মতে এটিকে চাইলে একটি স্ক্যাম হিসেবে ব্যবহার করা যায়। শোটির ১ ঘণ্টা ১০ মিনিট পর তিনি প্রেগন্যান্সি ও প্রেগন্যান্সি লিভ নিয়ে বলেন, ‘আপনি যদি একজন মহিলা হন, আপনি একটা চাকরি করবেন, তারপর প্রেগন্যান্ট হবেন, তারপর আপনি পেইড লিভে যাবেন, যেখানে আপনি প্রেগন্যান্ট থাকলে কোম্পানি ফুল স্যালারি দেয়। তো, আপনি ৬ মাস প্রেগন্যান্সি লিভে থাকবেন এরপর ব্যাক করে ছেড়ে দেবেন চাকরি। আল্টিমেট হ্যাক। আর কিছুদিন পর আপনি আবার প্রেগন্যান্ট হবেন, আবার নতুন কোম্পানি। জাস্ট রিপিট ইট। তাইলে আপনার বছরে ৬ মাস কাজ করতে হবে না কিন্তু আপনি বেতন পাবেন।

এই ঘটনার প্রায় ১ মাস চলে যাওয়ার পর নতুন এক উপলদ্ধি হয়েছে খালিদ ফারহান ও শোটির অন্য দুজন পার্টনার এনায়েত চৌধুরী ও সাদমান সাদিকের। তিনজনের একটি সংযুক্ত ফেক আইডি থেকে তারা জানান, প্রতি বছর ৬ মাস করে পেইড লিভ উপভোগ করতে প্রেগন্যান্ট হতে চান তারা।

প্রেগন্যান্ট হবার আশাবাদ ব্যক্ত করে ফেক আইডি থেকে খালিদ ফারহান বলেন, ‘দেখেন, প্রেগন্যান্ট হলে শুধু চিল আর চিল। ৬ মাস ছুটি কাটাবেন, খাবেন আর ঘুমাবেন, ঘুরবেন, সিনেমা দেখবেন, আড্ডা দিবেন। এরপর ছুটির বেতন নিয়ে চাকরি ছেড়ে আবার প্রেগন্যান্ট হয়ে যাবেন, ইটস সো ইজি ব্রো। এমন সুযোগ কেইইবা নিতে চাইবেন না। আমরাও ভেবেছি সুযোগটা নিবো। প্রতি বছর ১ বার করে প্রেগন্যান্ট হবো, ৬ মাস ছুটি পাবো, আরাম করে পডকাস্ট বানাবো। এরপর ছুটির বেতন পেয়ে চিল। সেজন্য আমরা প্রেগন্যান্ট হওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। আমি বুঝি না, মানুষ কেনো এই সুযোগটা নিচ্ছে না!‘

এদিকে নানান সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটির পলিসি পর্যবেক্ষণ করে দেখা গেছে,আমাদের দেশে সাধারণত ২ সন্তান জন্মদানের পর প্রেগন্যান্সি লিভ বা মাতৃত্বকালীন ছুটি দেয়া হয় না। ফলে রিপিট প্রেগন্যান্ট হয়ে প্রতি বছর ছুটি কাটানোর বিষয়ে কিছুটা ধোয়াশা থেকে যায়। বিষয়টি জানিয়ে খালিদ ফারহানকে প্রশ্ন করা হলে অন্য আরেকটি ফেক আইডি থেকে তিনি বলেন, ‘তাই নাকি? ২ বারের বেশি দেয় না? কই, আমি তো গুগলে এমন কিছু খুঁজে পাইনি।’

১৮২৮ পঠিত ... ১৮:৫৪, অক্টোবর ১৬, ২০২৩

Top