ইশ সোধির ভাইকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে চায় টাইগার ক্রিকেট ফ্যানরা

৭৮ পঠিত ... ১৭:৩৭, সেপ্টেম্বর ২৪, ২০২৩

ইশ-সোধির

বাংলাদেশের সাথে দারুণ পারফর্মেন্স দেখিয়ে দ্বিতীয় ম্যাচ জিতিয়ে নিলো নিউজিল্যান্ড। ম্যানকাডিং-এ আউট হয়ে আবারও ফিরে আসা ইশ সোধি যোগ করেছেন বেশ ভালো কিছু রান। বোলিঙেও ৫ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে ধ্বসিয়ে দিয়েছেন।

এমন দারুণ পারফর্মেন্সের পর ইশ সোধির ভাইকে বাংলাদেশ ঘুরিয়ে দেখাতে চেয়েছেন টাইগার ক্রিকেট ফ্যানরা। ইশ সোধিকে কেনো নয়? কেনো ইশ সোধির ভাইকে? আমাদের এমন এক প্রশ্নে এক টাইগার ফ্যান বলেন, ‘ইশ সোধির ভাইকেই আমাদের চাই। ুনি এই দেশে আসবেন, দেশটা ঘুরে দেখবেন। সোধির ভাইকে এই দেশে আনতে না পারলে আর ভালো লাগছে না।‘

সোধির ভাইকে বাংলাদেশে এনে কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবান, শাপলা চত্ত্বর ঘুরাতে চান বলেও জানিয়েছেন টাইগার ক্রিকেট ফ্যানরা। এমনই এক ফ্যান বলেন, ‘সোধির ভাইকে সারাদেশের লোক দেখবে। তারা জানবে, কে এই সোধির  ভাই।’

এদিকে সোধির ভাইয়ের পাশাপাশি সোধির ফুয়াকেও বাংলাদেশে এনে ঘুরাতে চেয়েছেন চট্টগ্রামের টাইগার ফ্যানরা।

৭৮ পঠিত ... ১৭:৩৭, সেপ্টেম্বর ২৪, ২০২৩

Top