জীবনের মোড় কতকিছুই ঘুরিয়ে দেয়। কখনও গাড়ির চাকা, কখনও সাফল্য, কখনও আরও নানান কী! এবার শোনা গেছে একদম ভিন্নরকম রকম গল্প। ধানমন্ডিতে বাস করা, মোহাম্মদ শামিম (২৮) এর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে একটা সেলফি! একটা ছোট্ট সেলফি তাকে কই থেকে কই পৌঁছে দিয়েছে।
তার এই সফলতা থুক্কু অসফলতার গল্প শোনার জন্য আমরা গিয়েছিলাম তার দ্বারে। তিনি আমাদের জানালেন, ‘এই সেলফি আমার জীবনের সেরা সেলফি ছিল। সালটা ছিল ২০১৪, আমি বসে ছিলাম টিএসসির দোয়েল চত্বরের পাশে। ফোনটা বের করলাম, একটা সেলফি তুললাম। তারপর কেটে গেছে অনেকগুলো বছর…’
তার বক্তব্যের পর আমাদের প্রতিবেদক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘এখানে তো জীবনের মোড় ঘুরিয়ে দেয়ার মতো কিছুই দেখছি না আমরা!’
তখন শামিম আমাদের বললেন, ‘মোড় তো এখানে ঘুরে নাই। মোড় তো ঘুরছে এখন। আমার সেলফিটা ছিল আমার এক্সের সাথে, যার কথা আমি আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে বলি নাই। সে আমার গুগল ফটোসের চিপায় এখন ছবিটা পেয়ে গেছে। এই ছবি পাওয়ার পর থেকেই আমার জীবনের মোড় ঘুরে গেছে। এখন যেটা ছিল এটা তো গেছে গেছেই, এটা সবার কাছে আমার এক্সপোজ করেও গেছে! এখন আর কোনো মেয়ে আমার সাথে প্রেম করে না।’