বেড়ে গেছে ইলেকট্রিক টেস্টারের চাহিদা, বৃষ্টির দিনে রাস্তায় চলাচলের জন্য কিনছেন সবাই

৫৩ পঠিত ... ১৭:৩৮, সেপ্টেম্বর ২৩, ২০২৩

Tester

হুট করেই অনলাইন এবং অফলাইন দুই বাজারেই বেড়ে গিয়েছে ইলেকট্রিক টেস্টারের চাহিদা। আসতে আসতেই স্টক আউট হয়ে যাচ্ছে পণ্যটির। এমন বাড়তি চাহিদা দেখে ইতিমধ্যেই হু হু করে বাড়তে শুরু করেছে এর দাম, এমনকি অনেকে ব্ল্যাকেও চার-পাঁচ গুণ বেশি দাম নিয়ে পাচ্ছেন না একটি টেস্টার। কী কারণে মানুষ এত টেস্টার কিনছেন? ঘটনা অনুসন্ধানে বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। গত ২১ সেপ্টেম্বর রাতে বৃষ্টির জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন শহরের চার বাসিন্দা। এর পর থেকেই মানুষজন রাস্তায় টেস্টার নিয়ে ঘুরছেন।

টেস্টার নিয়ে ঘুরতে থাকা এমনই একজন আমাদের বলেন, ‘তেমন কিছু না, নাগরিক হিসেবে একটু সচেতন তো আমাদের থাকতেই হবে। মেয়র সাহেবকে দোষ দিয়ে আর কী হবে বলেন? উনি একা আর কত করবেন? প্রেস কনফারেন্স আর বিদেশ ভ্রমণের চাপ মানুষটাকে ক্লান্ত করে ফেলেছে, আমরা উনার কষ্ট বুঝি। তবে উনার কল্যাণে বুঝতে পারলাম এদেশের শুধু মানুষ না রাস্তার জমে থাকা পানিরও অনেক কারেন্ট, love u মিস্টার মেয়র।’

রাতের বেলায় ব্ল্যাকে টেস্টার বিক্রি করতে থাকা এক বিক্রেতা আমাদের বলেন ‘মেয়র সাহেব আমাদের জন্য দেবতার মতো। উনি যদি ঢাকাকে ভেনিস না বানাতেন আজ আমরা এই সুখের মুখ দেখতাম না। মেয়র সাহেব টেস্টার কিনতে চাইলে উনার জন্য আমার পক্ষ থেকে বাই ওয়ান গেট ওয়ান অফার থাকলো।’

৫৩ পঠিত ... ১৭:৩৮, সেপ্টেম্বর ২৩, ২০২৩

Top