আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস। কারেন রিড নামক এক ব্যক্তি দিনটির প্রচলন করেন। মিঙ্গেলদের জন্য হাজার হাজার দিবস থাকলেও সিঙ্গেলদের জন্য থাকে না কোনো দিবসই, এই হাহাকারের দিন শেষ। সব সিঙ্গেলরা আজ দলে দলে পালন করছেন সিঙ্গেল দিবস। তবে, শুধু সিঙ্গেলই নয়। সম্পর্ক গোপন করে মিঙ্গেলরাও পালন করছেন এই দিন।
এমনই এক গোপনতার মুখোশ খুলে আমাদের কাছে এসেছে আশিক আর জেবিনের গল্প। আশিক আমাদের জানালেন, ‘হ্যাঁ, আমরা দিবসটা পালন করছি। আমরা রাতে নিজেরা একটা টপিক বের করে ঝগড়া করেছি তারপর ব্রেকাপ করেছি। মনের দিক থেকে সিঙ্গেল হয়ে নিলাম আগে। তারপর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে, পরোটা দিয়ে নাস্তা করেছি। টিএসসিতে চা খেয়েছি, ফুল কিনে দিয়েছি, কার্জনে ছবি তোলেছি, রমনায় একটু প্রাইভেসির জন্য গিয়েছি। পরে অবশ্য বোটানিক্যালে চলে গিয়েছি, কারণ রমনায় আবার অতো প্রাইভেসি নেই।’
আশিকের সাথে জেবিন যোগ করলেন, ‘এখন বসে আছি পর্দা লাগানো রিকশায়। এই রিকশায় করে আমরা যাচ্ছি দিয়াবাড়ির দিকে। কাশফুল দেখব, ছবি তুলব, তারপর স্ট্রিট ফুড খাব।’
পরিশেষে তারা আমাদের নিশ্চিত করলেন, আজকের দিন শেষ হলেই তারা নিজেদের ঝগড়া মিটিয়ে নেবেন। এবং আবার মিঙ্গেল হয়ে যাবেন।