গতকাল এক গোপন ইমো লাইভে এসেছিলেন, বিখ্যাত এলন মাস্ক। এই ইমো লাইভে এসে তিনি নানান দেশী এবং বিদেশী কথা বলেন। উক্ত ভূয়া লাইভেই তিনি বলেন, ‘আপনার যদি টাকা থাকে তাহলে আপনি চাইলেই এখন আপনার এক্সকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন।’ তার এই বক্তব্য ছড়িয়ে পড়েছে দেশে এবং বিদেশেও। কেন এমন কথা বললেন তা জানার জন্য আমরা তার সাথে ইমোতে এক গোপন বৈঠকে বসি।
বৈঠকে তিনি আমাদের জানালেন, ‘আমাদের এক্স তো আমাদের কথা শুনে না। ডানে যেতে বললে, বামে যায়। বামে যেতে বললে, ডানে যায়। আমরা কখনোই এক্সদের আমাদের হাতের মুঠোয় আনতে পারি না। এজন্য আমি এই জীবনমূখী চিন্তা করেছি। এখন আমরা মাসিক নিয়মে টাকা খরচ করলেই আমাদের এক্স আমাদের হাতের মুঠোয় থাকবে। আমার কথা ছাড়া এক চুলও নড়বে না!’
হঠাৎ এক্সকে হাতের মুঠোয় আনার পেছনে কেন লেগেছেন জানতে চাইলে তিনি বললেন, ‘বললাম না, জীবনমুখী চিন্তা করেছি? কার জীবনে কী ঘটছে জানি না, আমার জীবনে তো অনেক এক্স। আমি লক্ষ্য করলাম এরা কেউই আমার হাতের মুঠোয় থাকছে না। তাই এই পদ্ধতি বের করা।’
পুনশ্চ: এখানে এক্স বলতে, ইলন মাস্কের মালিকানাধীন এক্স (টুইটার) কে বোঝানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি সম্প্রচারিত এক আলাপচারিতায় ইলন মাস্ক বলেছেন, ‘এক্স ব্যবহারের জন্য প্রতি মাসে সামান্য অর্থ নির্ধারণ করা হবে।‘