৪ কোটি ডিম দিতে হবে শুনে ক্ষেপে গেছে ইন্ডিয়ান মুরগিরা; আমরা কি মানুষ না? 

৮৫ পঠিত ... ১৮:০২, সেপ্টেম্বর ১৯, ২০২৩

4crore-dim

বাংলাদেশে ডিমের দামের উর্ধ্বগতি। ১২ টাকা পিস ডিম কিনতে গিয়ে সাধারণ মানুষের বেজে যাচ্ছে ১২টা! এমন সংকটপূর্ণ অবস্থায় আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের একমাত্র বন্ধু, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। ‘আমার বন্ধু রাশেদ’এর মতোই, বাংলাদেশের বন্ধু ইন্ডিয়া। তবে, ইন্ডিয়া আমাদের পাশে দাড়ালেও দাঁড়াতে চাচ্ছে না ইন্ডিয়ান মুরগিরা। আমাদের উপর যেন তাদের সব রাগ!

এত ক্ষেপে যাওয়ার কারণ কী জানতে চাইলে ইন্ডিয়ান এক মুরগি আমাদের বললেন, ‘আমরা ডিম পাড়বো আমাদের ইচ্ছায়। যখন মন চাইবে তখন আমরা মোরগের কাছে যাব, আদর -ভালোবাসা নেব। কিন্তু এখন কোথাকার কী এক দেশ বাংলাদেশের জন্য আমাদের যদি ২৪ ঘণ্টা নিয়ম করে একটু পর পর মোরগের ভালোবাসা নিয়ে ডিম পারতে হয় তাহলে তো হবে না! আমরাও তো মানুষ! আপনাদের যেমন একটু পর পর সেক্স করতে মন চায় না আমাদের সেরকম চাইবে ভাবেন কীভাবে?’

তার সাথে অন্য এক মুরগি যোগ করলেন, ‘যদি কাজটা আমাদের দেশের জন্য হতো তাহলেও আমাদের খুব সমস্যা হতো না। নিজের দেশের নুন খেয়ে এতটুকু তো দেশের জন্য করতেই পারি! বাংলাদেশের মতো দেশের জন্য কেন আমরা ত্যাগ স্বীকার করবো?’

তাদের এভাবে ক্ষেপে যেতে দেখে আতঙ্কে আছে আমাদের দেশের মোরগ-মুরগি সমাজও! এখন প্রেমের টানে কোনো ইন্ডিয়ান মুরগিকে দেশে আনতে পারবে কিনা এই নিয়ে তাদের মধ্যে চলছে বিরাট সন্দিহান।

৮৫ পঠিত ... ১৮:০২, সেপ্টেম্বর ১৯, ২০২৩

Top