আজকে আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস। বিভিন্ন জায়গায় এই দিবস আকাশের ওজন স্তর রক্ষা করে পালন করা হলেও, বাংলাদেশের রনি করছেন একদম ভিন্ন কারণে। দিন দিন ধরে নিজের শরীরে রক্ষা করে যাওয়া ওজনের কারণেই আজকের এই দিবসকে আপন করে নিয়েছেন তিনি।
এ বিষয়ে রনি আমাদের জানালেন, ‘আমার ওজন ৯০ কেজি। গত ২ বছর ধরে আমার ওজন ৯০ কেজির নিচে নামছে না, বরং ওপরে উঠেছে। এরমধ্যে গত ৬ মাস ধরে টানা জিম করে যাচ্ছি, তবু ৯০ এর কোনো হেরফের নেই। এই যে যুগ যুগ ধরে একই ওজন স্তর ধরে রেখেছি আজকের এই ওজন স্তর রক্ষা দিবস তো আসলে আমার জন্যই। আমি ছাড়া এমন মহান আর কে আছে পৃথিবীতে!’
রনির এই বক্তব্যের সত্যতা যাচাই করতে গেলে আমরা জানতে পারলাম, আজ সারাদিন ধরে তার বাসা নানান ফুলে সজ্জিত। সবাই করছেন মিষ্টিমুখ। এরইমধ্যে রনির মা আমাদের জানালেন, ‘আমার ছেলেটা এই প্রথম নিজের মনমতো কোনো দিবস পেয়েছে। ওর মনমতো তো কোনো দিবসই নেই। তাই আমরাও আর আটকাইনি, পালন করুক। শান্ত করুক নিজেকে।’