এতদিন বিদেশ যাওয়ার জন্য আয়েল্টসের চল থাকলেও এখন আয়মান সাদিক এবং মুনজেরিন শহীদের বিয়ের দাওয়াত পাওয়ার জন্য ১০ মিনিট স্কুলের IELTS কোর্সে গণহারে ভর্তি হতে শুরু করেছেন তাদের ভক্তরা। এদের মধ্যে অনেকেই আগে IELTS দিলেও এখন ৮ স্কোর করার জন্য প্রাণপণে চেষ্টা শুরু করেছেন। গোপন এক ভুয়া সূত্র থেকে আমরা জানতে পেরেছি শুধুমাত্র ৮ পেলেই পাওয়া যাবে এই দম্পতির বিয়ের দাওয়াত।
কোর্সে ইতিমধ্যেই ভর্তি হওয়া একজন বিশেষ সাক্ষাৎকারে বলেন ‘আমার মনটা এমনিতেই ভেঙে গিয়েছে। এখন অন্তত বিয়ের দাওয়াতটা যদি পাই তাতেও মনটা শান্তি পাবে। আশা করছি একমাস ঠিকমতো প্র্যাকটিস করলেই বিয়ের দাওয়াত পাওয়ার স্কোরটা উঠে যাবে। কে জানি আবার বলছিলো ৯ স্কোর করতে পারলে খাসির লেগরোস্ট খাওয়ানোও হবে! আমার জন্য দোয়া করবেন ভাই, আমি দাওয়াত পেলেই খুশি। তবে লেগরোস্ট পেলেও খারাপ হয় না ব্যাপারটা।
অন্যদিকে দাওয়াত পাওয়ার কাট অফ স্কোর ৮ জানার পর কান্নায় ভেঙে পড়েছেন সিলেটের ইতিমধ্যেই ৫বার IELTS দিয়ে ৭ তুলতে না পারা এক তরুণী। তিনি বলেন, ‘খুব ইচ্ছা ছিলো এই বিয়েতে যাওয়ার, কিন্তু শুনলাম বিয়ের দাওয়াত পেতে ৮ তুলতে হবে, মনে আবার বড় কষ্ট। আয়মান ভাই এবং মুনজেরিন আপুকে আমার স্কোরে কন্ডিশনাল দাওয়াত দেওয়ার জন্য অনুরোধ করছি।’