বাংলাদেশে এসেছেন, ভারতের বিখ্যাত গায়ক দর্শন রাওয়াল। এয়ারপোর্টের ভিডিও চিত্র থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, ফ্যানদের সাথে শুধু হ্যান্ডশেক আর ছবি তোলাই নয়, ফ্যানদের জড়িয়েও ধরছেন তিনি। দূর থেকে হাত বাড়িয়ে রেখেছেন এই গায়ক আর তার বুকে আছড়ে পড়ছেন সুন্দরী সুন্দরী ফ্যান সমাজ।
তার ফ্যানদের এমন জড়িয়ে ধরার দৃশ্য দেখেই, মোহাম্মদপুরের রিয়া নিজেকে প্রস্তুত করছেন।
রিয়া তার ফেক আইডি থেকে আমাদের বললেন, ‘দর্শন সবাইকে জড়িয়ে ধরছে। আমি শিওর আমাকেও ধরবে। আমি কখনও কাউকে জড়িয়ে ধরিনি, তাই আমার প্র্যাকটিসও নেই। এজন্য বিব্রতিকর অবস্থা সৃষ্টি না করার জন্য আগে থেকেই প্র্যাকটিস করে নিচ্ছি।‘
কীভাবে প্র্যাকটিস করছেন জানতে চাইলে রিয়া জানালেন, ‘আপাতত আমি আমার কোলবালিশকেই জড়িয়ে ধরছি। আমি চাই না, দর্শনের আগে অন্য কোনো পুরুষের বুকে আছড়ে পড়তে। কোলবালিশকে জড়িয়ে ধরার একটাই অসুবিধা, কোলবালিশকে আপনি জড়িয়ে ধরলেও, কোলবালিশ আপনাকে জড়িয়ে ধরে না। এজন্য এখানে আসল ফিলটা পাওয়া যায় না।‘