শাহবাগ থানার সামনে ভিড় জমাচ্ছেন দাঁতের ব্যথার রোগীরা

১১৫ পঠিত ... ১৭:০৪, সেপ্টেম্বর ১১, ২০২৩

শাহবাগ-থানার

গতকাল মেরে ছাত্রলীগ নেতার দাঁত ফেলে দেওয়ার পর আজ সকাল থেকেই শাহবাগ থানার সামনে ভিড় করছেন, দেশের দূরদূরান্ত থেকে আসা দাঁত ব্যথার রোগীরা। মূলত বিনাপয়সায় দাঁত ফেলার জন্যেই তাদের এখানে আসা। তবে দাঁত ফেলা বিশেষজ্ঞ এডিসি হারুন সাহেবকে কক্সবাজারে বদলি করা হয়েছে জানায়, অনেকেই হতাশ হয়ে পড়েছেন।

 

মিরপুর থেকে আসা এমনই এক দাঁত ব্যথার রোগী আমাদের বলেন, ‘কয়েকদিন ধরেই দাঁত ব্যথায় ভুগছি, ভেবেছিলাম হারুন সাহেবকে দিয়ে বিনা পয়সায় দাঁতটা ফেলতে পারব। এসে শুনি উনি নাই। উনাকে আমাদের কথা ভেবে হলেও আরও কয়েকদিন এখানে রাখা উচিৎ ছিল।‘

আরেক রোগী আমাদের বলেন, ‘হারুন সাহেবের মতো এভাবে তো ভেবে দেখিনি, তাহলে এতদিন ডেন্টিস্টকে এত টাকা দেওয়া লাগত না।‘

ছাত্রদলের এক কর্মী আমাদের বলেন, ‘আমরা তো নিয়মিতই হারুন সাহেবের সেবা পেয়ে আসছি, সেই অনেকদিন ধরেই। আমার তো একবার তিন দাঁত একসাথে ফেলে দিয়েছিলেন। তবে কষ্ট পেলাম, আমাদের দাঁত ফেলার পর কোনোদিন তাঁকে কোথাও প্রত্যাহার করা হয়নি।‘

১১৫ পঠিত ... ১৭:০৪, সেপ্টেম্বর ১১, ২০২৩

Top