মির্জা ফখরুলের জন্য তুরস্ক থেকে ৯০ হাজার পদ্মফুল আনবেন ওবায়দুল কাদের

১৬৪ পঠিত ... ১৭:০১, সেপ্টেম্বর ০৯, ২০২৩

Poddoful

মির্জা ফখরুলের জন্য এবার তুরস্ক থেকে পদ্মফুল আনছেন ওবায়দুল কাদের। ভূয়ানিউজডটকমের করা এক অনুসন্ধানী রিপোর্টে এমনটাই উঠে এসেছে। অনুসন্ধানী প্রতিবেদনটি থেকে জানা গেছে, মির্জা ফখরুলের জন্য প্রায় ৯০ হাজার পদ্মফুল আনার ঘোষণা সরকার দলীয় নেতা।

রাজপথে রাজনৈতিক সৌহার্দ্য, শিষ্টাচারিতা ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে বিএনপিকে উপহার দেয়ার জন্যই এইসব পদ্মফুল আনছেন বলে জানা গেছে। নিজের একটি ফেক আইডি থেকে ওবায়দুল কাদের বলেন, ‘ওনারা তো সামনেই রাজপথে থাকবেন শুনেছি। সেজন্য পদ্মফুল আনাচ্ছি। ওনাদেরকে দিবো। এটাকে বলতে পারেন, সরকারি দল হিসেবে বিরোধীদলের দিকে বাড়িয়ে দেয়া আমাদের ভালোবাসার হাত।’

তুরস্ক থেকে পদ্মফুল আনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে মনে করেন আমরা বিরোধীদলকে তেমন একটা ভালোবাসি না। দেখেন, চাইলে আমরা দেশি পদ্মফুলও ওনাদের দিতে পারতাম। কিন্তু আমরা ওনাদেরকে ঠকাতে চাইনি। দেবো যেহেতু বিদেশি জিনিসই দেই। মজবুত টেকসই, টিকবে বেশিদিন।’

১৬৪ পঠিত ... ১৭:০১, সেপ্টেম্বর ০৯, ২০২৩

Top