বর্তমান সরকারের তিন মেয়াদের সাড়ে ১৪ বছরে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের ভাড়ার পেছনে ব্যয় হয়েছে এক লাখ কোটি টাকার বেশি। ভাড়া বাবদ সামিট গ্রুপ একাই পেয়েছে ১৭৬১০ কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন থাকুক বা না থাকুক, চুক্তি অনুসায়ী পরিশোধ করতে হয়েছে ভাড়া। (তথ্যসূত্র: প্রথম আলো)
এদিকে এই খবরের পর নিজের ছাপায় কারেন্টের জন্য ভাড়া চেয়েছেন যুবক। রাজধানী ঢাকার মোহাম্মদপুরে থাকা তারেক নামের এই যুবক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার ছাপায় কারেন্ট। এইটা এলাকার সবাই জানে। শুধু আমি একা না, আমার আরও অনেক বন্ধুবান্ধবেরও ছাপায় অনেক কারেন্ট। সামিট গ্রুপ ভাড়া পেতে পারলে এইসব কারেন্টের জন্য আমরা কেন ভাড়া পাবো না।’
ছাপার এই কারেন্ট নিয়মিত উৎপাদন দিয়ে যাচ্ছে বলেও জানান এই যুবকের এলাকার লোকেরা। এমনই এক লোক বলেন, ‘ওখানে তো কোথাও উৎপাদন হয় কোথাও হয় না। কিন্তু আমাদের তারেক ডেইলি উৎপাদন করে। এই তো ডেঙ্গুর সিজনেও ও খালি গায়ে এয়ারপোর্ট ঘুরে এসেছে। ওর ছাপায় অনেক কারেন্ট। ওকে ভাড়া দেয়া উচিৎ।’