ছোটবেলায় মুখস্ত করা ছয় ঋতুর নাম ভুলে যেতে চান গরমে অতিষ্ঠ জিগাতলার জাকিয়া

৬৭ পঠিত ... ১৭:১৪, সেপ্টেম্বর ০৭, ২০২৩

ছোটবেলায়

সারাদেশে খাঁ খাঁ রোদ, গরমে অতিষ্ঠ সবাই। এই অতিষ্ঠতার বহিঃপ্রকাশ করলেন জিগাতলা এলাকার এক তরুণী। নাম জাকিয়া, বয়স (২৩)। জাকিয়া ঘোষণা করলেন, ছোটবেলায় মুখস্ত করা ছয় ঋতুর নাম ভুলে যেতে চান তিনি। এতগুলো ঋতুর নাম মনে রাখার কোনো কারণই নাকি নেই।

জাকিয়ার সাথে মিথ্যা গোপন আলাপ করলে তিনি আমাদের বললেন, ‘ছোটবেলা থেকে জেনে এসেছি ঋতু ছয়টা, অথচ ১২ মাস জুড়েই থাকে ঠাটা পড়া গরম! My whole life was a lie! আমি এই মিথ্যা আর বয়ে বেড়াতে চাই না। বাকি ঋতুগুলো যেহেতু জীবনে আসবেই না তাহলে তাদের ভুলে যাওয়াই আমার জন্য মঙ্গল। এমনকি আমি মনে করি প্রতিটা মানুষেরই ভুলে যাওয়া উচিৎ।’

কীভাবে ভুলে যাবেন জানতে চাইলে তিনি আমাদের বললেন, ‘আমি বাংলা সিনেমার ভুলে যাওয়া কনসেপ্ট অ্যাপ্লাই করব আসলে। প্রথমে জিগাতলা এরিয়ার এখনও কাটা হয়নি এমন কিছু গাছ খোঁজে তাদের সাথে ধাক্কা খেয়ে দেখব। যদি এতে না হয়, তাহলে লোক ভাড়া করে আমার মাথায় বাড়ি দিতে বলব।’

৬৭ পঠিত ... ১৭:১৪, সেপ্টেম্বর ০৭, ২০২৩

Top