ঢাবি শিক্ষক সমিতিকে অনুসরণ করে নিজেদের দেশের নোবেল লরিয়েট বার্ট্রান্ড রাসেলের নোবেল কেড়ে নেওয়ার আহ্বান জানিয়েছে অক্সফোর্ড শিক্ষক সমিতি। সম্প্রতি বাংলাদেশি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নোবেল প্রত্যাহার করে নিতে নোবেল কমিটির কাছে আহ্বান জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি। তাদের দেখানো পথেই হাঁটলেন কিনা, এই ব্যাপারে অক্সফোর্ড শিক্ষক সমিতির পিংক দলের একজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখেন আমরা কোনোভাবেই প্রাচ্যের অক্সফোর্ড থেকে পিছিয়ে থাকতে চাই না। হ্যাঁ এইটা সত্য যে দশ টাকায় সা-সপ-সিঙ্গারা আমরা দিতে পারবো না। কিন্তু এছাড়া বাকি সবক্ষেত্রেই আমরা সমানতালে লড়তে প্রস্তুত। বার্ট্রান্ড রাসেলের নোবেল কেড়ে না নিলে আমরা অনশনে যাওয়ার চিন্তাভাবনাও করছি।’
নোবেল কেড়ে নিয়ে কাকে দেওয়া উচিৎ সে সম্পর্কে ঢাবি বা অক্সফোর্ড কোন বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক সমিতির মুখ খুলতে রাজি হননি। তবে মেসেঞ্জার খুলে ঢাবি শিক্ষক সমিতির আমাদের গোপনে বলেন, ‘চাইলে আমাদের ভিসিকে দিতে পারেন, উনার বদৌলতে দুটো সা-সপ-সিঙ্গারা খেয়ে বেঁচে আছি, নোবেলটা উনারই প্রাপ্য।’
ঢাবি এবং অক্সফোর্ডের পাশাপাশি একই রাস্তায় হেঁটেছে হার্ভাড বিশ্ববিদ্যালয়ও। তবে তারা কার নোবেল কেড়ে নিতে চান সে ব্যাপারে এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেননি দেখে ‘নোবেল কেড়ে নিন’ লেখা খালি ব্যানার নিয়েই মানববন্ধন করেছেন।