এখন বাজারে গেলে মনে হয়, আমি একটা পিওর বেকুব ছিলাম: শায়েস্তা খান

৮৩ পঠিত ... ১৭:৩৩, সেপ্টেম্বর ০২, ২০২৩

এখন-বাজারে

শায়েস্তা খান। বাংলার মানুষকে ১ টাকায় ৮ মন চাল খাইয়েছেন তিনি। এক সময়ের প্রতাপশালী এই শাসক নিজেকে এখন পিওর বেকুব বলে মনে করেন। নিজের সময়ের দ্রব্যমূল্যের কথা ভেবে মাঝে মাঝে নিজেকে নিজে ভর্ৎসনাও করেন।

সম্প্রতি ঢাকার কারওয়ান বাজার থেকে ঘুরে গিয়ে নিজের সম্পর্কে এমন মন্তব্য করেছেন তিনি। নিজের ‘আরিয়ান শায়েস্তা’ ফেক আইডি থেকে এক পোস্টে তিনি বলেন, ‘এখন বাজারে গেলে লজ্জা লাগে। নিজেকে গরিব মনে হয়। এক টাকায় ৮ চাল আমি কেন দিছি? আমি আসলেই একটা পিওর বেকুব ছিলাম। চাইলে ৮ টাকায় ৮টি চাল দিতে পারতাম। তাহলে এখন আর আমাকে কারওয়ান বাজার থেকে বাজার করতে হতো না, খাবার আসতো সোনারগা হোটেল থেকে।’

শায়েস্তা খানকে বেকুব বলে স্বীকার করে নিয়েছেন তার স্ত্রীও। আরিয়ান শায়েস্তা পোস্টে কমেন্ট করে তিনি বলেন, ‘এমন বলদা ব্যাডা মানুষ আমি জীবনেও দেখি নাই। তোমাকে আমি তখনই বলছিলাম, এখন বুদ্ধিসুদ্ধি বাড়াও। সিন্ডিকেট, টিন্ডিকেটের সাথে নিজেকে খাপ খাইয়ে নাও। আমার কথা তো শুনলা না। চাল নেয়া ছাড়া আজকে খালি বাসায় ফেরো।’   

শায়েস্তা খান নিজের আক্ষেপের ঝুলি খুলে বলেন, ‘আমার বংশের শেষ বাতিটি ইলেক্ট্রিশিয়ানের কাজ করে। দুইদিন কারওয়ান বাজারে যেয়ে ওকে দেখেছি। সে তো আর জানে না সে কার বংশ! আহা, একটা ফ্ল্যাট, গাড়ি, শেয়ার, বিদেশে জমি কেনা—কিছুই করতে পারলাম না। হাতে কত মোক্ষম সুযোগ ছিলো। এখন মানুষ কেরানী হয়েই কত কী করে, আর আমি শাসক হয়েও...’ এই বলে কাঁদতে কাঁদতে স্বর্গের দিকে ফেরত যান তিনি।

৮৩ পঠিত ... ১৭:৩৩, সেপ্টেম্বর ০২, ২০২৩

Top