এক বোতল হুইস্কি খেয়ে IELTS-এ ৯.৫ পেলেন জিগাতলার নাজমুল

১২০ পঠিত ... ১৭:২৬, আগস্ট ২৭, ২০২৩

Whisky

IELTS এ সফল হবার বিভিন্ন মোটিভেশনাল গল্প আমরা আগেও শুনেছি। তবে জিগাতলার নাজমুলের সফলতার গল্পটি যেন বিচিত্রিতায় ভরপুর! নিয়মিত পড়ালেখা কিংবা স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং প্র‍্যাক্টিসের বদলে নাজমুল দেখালো নতুন এক সাক্সেস ফর্মুলা।

 

জানা যায়, IELTS পরীক্ষার আগে এক বোতল হুইস্কি খেয়ে ৯.৫ পেয়ে বাজিমাত করে এসেছেন পরীক্ষার হলে। earki আয়োজিত 'যেভাবে সfol হলাম' অনুষ্ঠানে নাজমুল জানান, 'সফল হওয়ার কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই। আপনি কীভাবে সফল হবেন, সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। নিজের কথা বলতে গেলে… আসলে একদিন সাকুরায় পার্টি করছিলাম বান্ধবীদের নিয়ে। দুই পেগ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই টের পেলাম আমি আর বাংলায় কথা বলতে পারছি না। খুব টয়লেট চেপেছিল। ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম টয়লেটটা কোথায়। কিন্তু এ কী! ওয়েটারকে জিজ্ঞেস করলাম, 'Where's the loo?’

 

ভাবলাম প্রকৃতির ডাকেই এরকম হচ্ছে কিনা! সেদিন আমার গার্লফ্রেন্ডকে খুব সুন্দর দেখাচ্ছিল। আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা কবিতা।

রবিঠাকুরের ভাষায় তাকে বলতে চাচ্ছিলাম,

‘বুঝি গো সন্ধার কাছে শিখেছে সন্ধার মায়া

ওই আঁখিদুটি,

চাহিলে হৃদয়-পানে মরমেতে পড়ে ছায়া,

তারা উঠে ফুটি।‘

লাইনটা তখনও আমার মনে ছিল৷ কিন্তু মুখে আনতে পারছিলাম না। কবিতা বলার বদলে তাকে বললাম, ‘You look fucking gorgeous! Oh God!’ সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল।

এখান থেকেই মূলত আমার সেল্ফ কনফিডেন্সের শুরু। নিয়মিত হুইস্কি, রাম খেয়ে প্র‍্যাক্টিস করেছি। মাঝপথে টাকার অভাবে প্র‍্যাক্টিস থেমে গিয়েছিল, তাই বলে হার স্বীকার করিনি। পরীক্ষার আগের রাতে সকাল পর্যন্ত বারেই ছিলাম… এক্সামিনাররা আমার পরীক্ষা নিয়ে ভীষণ অবাক এবং মুগ্ধ হয়েছেন। একজন তো বলেছেনই, আমার মতো স্টুডেন্ট হ্যালির ধুমকেতুর মতো ৭৫ বছর পরপর দেখা যায়!’

নতুনদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা জানতে চাইলে নাজমুল বলেন, ‘Drink regularly. Don't drink vejal. Stay tight to it. দেখা হবে বিজয়ে।‘

১২০ পঠিত ... ১৭:২৬, আগস্ট ২৭, ২০২৩

Top