ভাদ্রমাস উপলক্ষে কুকুর সমাজে বেড়েছে হানি-নাটসের চাহিদা

১৯০ পঠিত ... ১৭:২৩, আগস্ট ২২, ২০২৩

ভাদ্র-মাস

চলছে ভাদ্র মাস। প্রজননের এই মৌসুমে দেশের কুকুরদের মাঝে বয়ে চলছে আনন্দধারা। এই আনন্দধারাকে বাড়াতে কুকুরদের মাঝে হানি-নাটসের চাহিদা বাড়ছে বলেও খবর পাওয়া গেছে।

জানা গেছে, ঘরের বাজার বিডির ফেসবুক পেজে লাইন ধরে হানি-নাটস অর্ডার করছেন কুকুররা। পুরুষ কুকুরদের পাশাপাশি বয়ফ্রেন্ডের জন্য হানি-নাটস অর্ডার করছেন ফিমেল কুকুররাও।

হানি-নাটস কেমন কাজ করছে জানতে চাইলে এক ফিমেল কুকুর কিছুটা রেগে গিয়ে বলেন, ‘শুধু হানি-নাটস খাইলে হবে! হবে না। কাডিং, ফোরপ্লে, কিস, সফট টাচ এইসবও তো শিখতে হবে! এইসব না শিখে টনের পর টন হানি-নাটস খাইলে লাভ হবে না মিয়ারা।’

হানি-নাটস কিনলেও কিছু কিছু সিঙ্গেল কুকুর সেটি কাজে লাগাতে পারছেন না। দুঃখ করে এমন এক সিঙ্গেল কুকুর বলেন, ‘হানি নাটস কিনে নিয়ে আসছি। কিন্তু এখনও কোন পার্টনার কনসেন্ট দিচ্ছে না। আমাদের তো কনসেন্ট লাগে ভাই, আমরা তো আর মানুষ না।’

মানুষদের জন্য একটা বিশেষ ধরনের হানি-নাটস আবিষ্কারের অনুরোধ করে এক কুকুর বলেন, ‘ধরেন আপনি আপনার পার্টনারের সাথে একটা সুন্দর সময় কাটাচ্ছেন। এই মুহূর্তে একটা বাঘ এসে যদি আপনাকে লাথি দেয়, একটা অজগর এসে যদি আপনাকে কামড় দেয়… আপনার তো ভালো লাগবে না। আমাদেরও ভালো লাগে না। এই জিনিসটা মানুষকে বুঝানোর জন্য কি কোন হানি-নাটস আছে? থাকলে বইলেন, আমার মানুষ বন্ধুদের গিফট করবো।’

১৯০ পঠিত ... ১৭:২৩, আগস্ট ২২, ২০২৩

Top