আজকে অনুষ্ঠিত হলো এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা। প্রথমদিনই ছিল বাংলা। পরীক্ষা পেছানোর হাজারও মিটিং, মিছিল, সমাবেশের পর সবাইকে খাতা কলম নিয়ে উপস্থিত হতে হলো পরীক্ষার হলে। পরীক্ষা না পেছাতে পারার নিরাশা একদলকে ছুঁয়ে দিলেও আরেকদলকে ছুঁয়েছে তাদের রেগুলার জীবনে ব্যবহার করা শর্ট ফর্ম। GenZ-রা এই বাংলা পরীক্ষাটাও দিয়ে এসেছেন শর্ট ফর্মে।
এ প্রসঙ্গে আমাদের এক GenZ পরীক্ষার্থী মেসেজ করে বললেন, ‘Tbh, আমার এক্সামটা asap শেষ করার দরকার ছিল, এক্সাম asap শেষ করার জন্য আমি শর্ট ফ্রম ইউজ করেছি। pov: আমার বাংলা অনেক বাজে, আমার শর্ট ফ্রম অনেক ভালো।’
তাদের এমন কাণ্ডে অবাক হননি কেউই, এমনকি স্বাভাবিক ছিলেন তাদের বাবা মায়েরাও। এ বিষয়ে এক মা বলেন, ‘ওরে বকা দিয়ে, মেরে কোনোকিছু দিয়েই ঠিক করতে পারিনি। কিছু বললেই আমাকে বলে, ইস্তেগফার। আমি বুঝেই গেছিলাম ও পরীক্ষায়ও এমন কিছু একটাই করবে তাই আর অবাক হইনি। খালি ফেইল করুক, তখন দেখব এই প্রতিদিনের ইস্তেগফার কই যায়!’