সৌদি প্রো লীগের ক্লাব আল হেলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। ক্লাবটিতে যোগ দেয়ার জন্য এই মুহূর্তে সৌদি আরবে ফুটবলার রোনালদোর বাসায় অবস্থান করছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। জানা গেছে, এখনও আকামা না হওয়া পর্যন্ত রোনালদোর কাছেই থাকবেন তিনি।
সৌদি চলে আসলেও নেইমারের জন্য এখনও কোনো কফিল ঠিক করা হয়নি। ফলে পাচ্ছেন না আকামা ও ভিসা পতাকা। সৌদির রাস্তায় আকামা ছাড়া চলাফেরাও বেশ মুশকিল। যেকোনো সময় পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয়ার ঝুঁকি রয়েছে।
নেইমারের অবস্থান নিশ্চিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নেইমারকে সাহায্য করার বিষয়ে জানাতে গিয়ে নিজের অতীতের কথাও তুলে ধরেন রোনালদো। তিনি বলেন, ‘প্রথমবার যখন আমি সৌদি আসি, আকামা না থাকায় এখানে সেখানে লুকিয়ে থাকতাম। পরিচিত কারও বাসাও ছিলো না থাকবো। এই দুঃখ আমি বুঝি। তাই নেইমারের পাশে দাঁড়িয়েছি।’
রোনালদোর দুই রুমের ছোট বাসায় সামান্য কষ্ট হলেও মানিয়ে নিচ্ছেন নেইমার। এক রুমে রোনালদো ও জর্জিনা থাকেন। আরেকরুমে রোনালদোর বাচ্চাদের সাথে নেইমার। সময় ভালোই কাটছে এমনটা জানিয়ে নেইমার বলেন, ‘ওদের সাথে সারাদিনই গড়াগড়ি খেলি। ওরা বেশ মজা পায়। রোনালদো ভাই খেলার পাশাপাশি আমার জন্য একটা কাজও দেখছেন। সেটা হলেই আকামা পাবো।’
মেসিকে আমেরিকা ছেড়ে সৌদি আসার আহবানও জানিয়েছেন নেইমার। মেসির উদ্দেশ্য নেইমান বলেন, ‘তুমি সৌদি চলে আসো ভাই। রোনালদো ভাই আমাকে কফিল ধরায়া দিচ্ছে, তোমাকেও কফিল ধরাইয়া দিবে।’