সাবলেট ভাড়াটিয়ার বিজ্ঞাপন দিলো চাঁদের বুড়ি

৩৫৬ পঠিত ... ১৬:২৫, আগস্ট ১৬, ২০২৩

সাবলেট-ভাড়াটিয়ার

সাবলেট রাখার জন্য ভাড়াটিয়া খুঁজছেন চাঁদের বুড়ি। গতকাল চাঁদবুকে দেয়া এক টু-লেট বিজ্ঞাপনের মাধ্যমে ভাড়াটিয়া খুঁজছেন বলে জানিয়েছেন চাঁদের প্রিল্যান্সার সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী।

জানা গেছে, চাঁদের বুড়ির সাথে সাবলেট থাকা এক ভাড়াটিয়ার মৃত্যূর পর নতুন ভাড়াটিয়ার এই বিজ্ঞাপন দিয়েছেন চাঁদের বুড়ি।

সম্পূর্ণ টাইলসকৃত চাঁদের বুড়ির বাসায় রয়েছে ইন্টারকম সুবিধা, সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা, ২৪ ঘণ্টা পানি ও গ্যাস, ওয়াইফাই, জেনারেটর ও লিফট সুবিধা।  

রানিং মাস থেকেই সাবলেট থাকা যাবে বলেও জানিয়েছেন চাঁদের বুড়ি। ব্যাচেলর হলেও কোনো সমস্যা নেই। তবে নতুন ভাড়াটিয়া বয়সে একটু তরুণ চেয়েছেন তিনি।

৩৫৬ পঠিত ... ১৬:২৫, আগস্ট ১৬, ২০২৩

Top