আগামীকাল একদফা আন্দোলনে ঢাকার গণমিছিলের আয়োজন করেছে বিএনপি। নিজেদের এই গণমিছিলকে সামনে রেখে আগামীকাল শুক্রবার বাসায় দুপুর ও রাতের খাবার না দেয়ার কথা নিষেধ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বিষয়টি নিয়ে কথা বলতে গেলে এক নেতা বলেন, ‘বলা তো যায় না। হয়তো ডিবি কার্যালয়ে যাওয়া লাগতে পারে। গেলে দুপুরের খাবার সেখানেই খাবো। সুযোগ পেলে রাতের খাবারটাও সেরে নেবো।’
এদিকে একাধিক মন্ত্রীর বাড়িতে কথা বললে তারাও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। রাতে একজনের রান্না কম দেবেন বলেও জানিয়েছেন তারা। তবে বাইরে খাওয়ার ব্যাপারে কিছুটা চিন্তিত দেখা গিয়েছে তাদের। এমনই একজন বলেন, ‘কোথায় না কোথায় খাবে। টেবিল ক্লথ দেয় নাকি পেপেয়ার বিছিয়ে খাওয়ায় কে জানে! এরচেয়ে বাসা থেকে খাবার নিয়ে গেলে আরও ভালো হতো।’
এদিকে বিএনপির বিবাহিত নেতাদের পাশাপাশি অনেক অববাহিত, ব্যাচেলর, মেসে ও হোস্টেলে থাকা অনেক নেতা মেসে রাতের মিল অফ করেছেন বলেও খবর পাওয়া গেছে।
এই ঘটনা নিয়ে বিএনপির একাধিক নেতার মধ্যে কিছুটা বিরোধও দেখা গিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, ‘রিজভী ভাই কেনো রাতের তার জন্য ভাত দিতে নিষেধ করেছে জানি না। ডিবি কার্যালয়ে তো ভেবেছি কালকে আমি লাঞ্চে যাবো। উনি আবার মাঝখান থেকে এসে বামহাত কেনো দিলো জানি না।’