জ্বালানি খাতকে লাভজনক করতে মদ বেচার পরামর্শ

২৪১ পঠিত ... ১৪:৩০, আগস্ট ০৩, ২০২৩

জ্বালানি-খাতকে

জ্বালানি খাত এখন চলছে ভর্তুকির ওপর। তাতেও কাজ হচ্ছে না, তাই দফার পর দফায় বাড়ানো হচ্ছে তেল, গ্যাসের দাম। এই খাতকে লাভজনক করার উপায় বের করে ফেলেছেন কুর্মিটোলার তরুণ আফজাল। গতকাল এক কাল্পনিক সঙবাদ সম্মেলন ডেকে সবাইকে জ্বালানি খাতকে লাভজনক করার ব্লুপ্রিন্ট শেয়ার করেছেন তিনি।

সঙবাদ সম্মেলনে আফজাল জানান, ‘গত অর্থবছরে কেরু কোম্পানি আয়ই করেছে ৪৩৯ কোটি টাকা। তাহলে বিক্রি কত টাকার করেছে চিন্তা করে দেখেন! নব্বই ভাগের বেশি মুসলিমের দেশে আর কোনোকিছুই লাভজনক না, মদের ব্যবসা ছাড়া! এই দেশে আপনি খাবারের ব্যবসা করেন, লস। ট্রান্সপোর্টের ব্যবসা করেন, লস। যেইটাই করেন, লস। মানুষ তেল খায় না, গ্যাস খায় না, মাছ খায় না, গোশত খায় না… মানুষ খালি মদ খায়। কাজেই কেবল মদের ব্যবসা করলেই জ্বালানি খাতে লাভের মুখ দেখা যাবে।‘

তার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে মহান বৃহস্পতিবার উদযাপন কমিটি। এই কমিটির সভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মদ তো আসলে ফুয়েলই। তাই এইটা জ্বালানি খাতেই থাকা উচিৎ। বিশেষ করে কেরুর প্রোডাক্ট যেইভাবে জ্বলতে জ্বলতে নামে, এইটাই হওয়া উচিত সবচেয়ে বড় জ্বালানি। আরও আরও নতুন খাত মদের ব্যবসায় নামলে সবারই লাভ হয়, আমরাও কম পয়সায় মদ খাইতে পারি।‘

এদিকে জ্বালানি খাত কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে কাল্পনিক যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, ‘এই লাইনে কাজ শুরু করার জন্য বিপুল পরিমাণ ঋণ প্রয়োজন। ইতিমধ্যেই আইএমএফের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা ঋণ দেয়ার জন্য বেশ কিছু নতুন শর্তও দিয়েছে। তারমধ্যে রয়েছে গ্যাসের আরেকদফা মূল্যবৃদ্ধি। ঋণ পাবার ব্যাপারে আমরা আশাবাদী, দেখা যাক কী হয়।‘

২৪১ পঠিত ... ১৪:৩০, আগস্ট ০৩, ২০২৩

Top