এলো কারেন্টকে বশে রাখার তাবিজ, এবার কারেন্ট থাকবেই

৩২৯ পঠিত ... ১৬:২৯, জুন ০৭, ২০২৩

এলো

দফায় দফায় চলছে লোডশেডিং, থাকে না কারেন্ট। কারেন্টের আশায় চেয়ে থাকলেও আসে না কারেন্ট। ৩০ মিনিটের জন্য আসলেও চলে যাচ্ছে ৩ ঘণ্টার জন্য। এমন অবস্থায় জনজীবন পড়েছে বিপদে। জনজীবনে এই বিপদ থেকে রক্ষা করতে চলে এসেছে চিং চং ফুকের বাদশাহী তাবিজ। এক তাবিজেই থাকবে চিরকাল কারেন্ট!

এ বিষয়ে চিং চং ফুকের সাথে কথা বললে তিনি আমাদের জানালেন, ‘মানুষজন কারেন্ট না পেয়ে পাগল প্রায় হয়ে গেছে। আমার কাছে কত মানুষ কত তাবিজ চাইতে আসে। কেউ চায় আজীবন যেন না ঘামে এমন তাবিজ, কেউ চায় রোদে থেকেও ঠান্ডা লাগার তাবিজ। তাই আমি ভাবলাম এরথেকে এক তাবিজে সব সমস্যার সমাধান করে দেই। আমার এই তাবিজ নিলে আপনারা আর কখনও কারেন্টের যাবে না। কারেন্ট থাকবে একমাত্র আপনার বশেই!’

তার এই তাবিজের কথা শুনে দলে দলে লোক যাচ্ছে তার বাড়ির দিকে। জানা যায়, এত লোকের ঢল দেখে তিনি আপাতত বাড়ি থেকে পলায়িত আছেন। এদিকে তার বাড়িতে কারেন্ট না পেয়ে অর্ধেক লোক গরমে অজ্ঞান হয়ে আছেন। তার স্ত্রীর থেকে গোপনে জানা গেছে, ‘গত তিনদিন ধরেই বাড়িতে লোডশেডিং চলছে। কারেন্ট একবার আসে ১০ মিনিটের জন্য আর আসেই না।‘

৩২৯ পঠিত ... ১৬:২৯, জুন ০৭, ২০২৩

Top