ইউরোপ-আমেরিকায়ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়

১৮৫ পঠিত ... ১৬:০৫, জুন ০৫, ২০২৩

Europe-america

কয়লা সংকটের কারণে সাময়িক বন্ধ রয়েছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। কয়লা কিনে চালু করতে সময় লাগতে পারে আরও ২০-২৫ দিন। বিষয়টি নিয়ে চারদিকে নানা সমালোচনা দেখা গেলেও সরকার সংশ্লিষ্ট অনেকেই এটিকে সমস্যা হিসেবে দেখছেন না। এমনই এক কর্মকর্তা নিজের ফেক আইডি থেকে বলেন, ‘ইউরোপ-আমেরিকায়ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়।‘

নিজের বক্তব্যের ব্যাখ্যা জানাতে গিয়ে তিনি বলেন, ‘ইউরোপ-আমেরিকায় খোঁজ নিয়ে দেখেন। ওদেরও সমস্যা আছে, ওদেরও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়। তাই বলে তো ওদের উন্নয়ন থেমে থাকে নাই! আমাদের উন্নয়নও থামবে না। একটা কেন্দ্র বন্ধ হয়েছে দরকার হইলে আরও কেন্দ্র বন্ধ হবে কিন্তু উন্নয়ন চলবে।’

এই সময়ে তিনি নিজের একটা অভিজ্ঞতার কথাও জানান। এই কর্মকর্তা বলেন, ‘আমি কিছুদিন আগে ইউরোপ গিয়েছি। সেখানে ওদের এক ইতিহাসবিদ আমাকে জানিয়েছেন ৫০ বছরও আগে তারা কীভাবে বিদ্যুৎ নিয়ে সমস্যা ভোগ করেছেন। সে হিসেবে আমরা অনেক পরে এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি। এটা তো দেশের মানুষের জন্য আনন্দের খবর।‘

অহেতুক সমালোচনা না করে দেশের মানুষকে একটু বুদ্ধি-বিবেচনা করে কথা বলার আহবান জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, ‘একটা জিনিস চালু করলে তো বন্ধও করতে হবে। আপনাদের বাসায় ফ্যান, মোটর, লাইট চালু করলে আপনারা বন্ধ করেন না? একই তো কথা। পায়রা বিদ্যুৎ কেন্দ্রও এভাবে বন্ধ করা হয়েছে। কেন্দ্রটার একটু রেস্টেরও দরকার আছে। তারা তো মেশিন, মানুষ না।‘

১৮৫ পঠিত ... ১৬:০৫, জুন ০৫, ২০২৩

Top