বায়ুদূষণে শীর্ষে থাকায় গিনেস বুকে নাম লেখাতে চায় ঢাকা

৮২ পঠিত ... ১২:২৫, মে ২৯, ২০২৩

বায়ুদূষণে-শীর্ষে

বায়ুদূষণে সবসময় শীর্ষে থাকে ঢাকা। শুধু শীর্ষেই না, নিজের শীর্ষস্থান বাকিদের ছাড়েও না। দুই একবার যদি ভুল করে পেছনে চলে যায় তবে পরেরদিনই আরও বেশি বায়ু ছিটানোর মাধ্যমে চলে আসে শীর্ষে! এবার নিজের এমন ট্যালেন্টের জন্যই সিদ্ধান্ত নিয়েছে গিনেস বুকে নাম উঠানোর। ঢাকার দাবী, গিনেস বুকে আমার নাম না থাকলে আমাকে আসলে অসম্মান করা হবে!

 

এ বিষয়ে ঢাকার সাথে এক ভুয়া সাক্ষাৎকারে গেলে ঢাকা বলল, ‘আমি সবসময় প্রথম হচ্ছি। স্কুলের ফার্স্ট বয়টাও কিন্তু একসময় না একসময় পেছনে চলেই যায়। কিন্তু আমি যাচ্ছি না, নিজের স্থান ধরে রেখেছি। আর ঢাকার যা অবস্থা আমার বিশ্বাস আমার এই স্থান আগামী ১০০ বছর কেউ নিতেই পারবে না। তাহলে আমার তো গিনেস বুকে নাম লেখানোর ওই সম্মানের জায়গাটুকু আছে! এমনকি ওই জায়গা আমার একান্ত প্রাপ্য একটা জায়গা। আমি না পেলে কীভাবে হবে? আমি ফরমের জন্য আবেদন করেছি, ফরম দিলেই হয়ে যাবে।‘

এদিকে গিনেস বুকে যারা নাম লেখায় তাদের পরিচয় আমরা জানি না কিন্তু তাতে কী হয়েছে, একটা ফেক লেটারের মাধ্যমে তারা আমাদের জানিয়েছে, ‘ঢাকাকে আমরা ফরম দিয়েছি। ঢাকা আমাদের এখানে নিজেদের নাম লেখালে আসলেই ভালো হবে। উই বিলিভ, ঢাকা ডিজার্ভ দিস।‘

ঢাকাকে টেক্কা দিতে এবার রাজশাহীও পথে নেমেছে বলে জানা যায়, দেখা গেছে মাঠ পরিষ্কার করে সব বালু রাস্তায় এনে ফেলা হচ্ছে।

৮২ পঠিত ... ১২:২৫, মে ২৯, ২০২৩

Top