ব্রহ্মপুত্র নদের নাম পরিবর্তন করে নীল মিয়া বিউটিফিকেশন করার দাবী

৪০৬ পঠিত ... ১৬:৪৩, মে ২৭, ২০২৩

ব্রহ্মপুত্র

আমাদের সবার অতি পরিচিত ব্রহ্মপুত্র নদের এবার উঠেছে নাম বদলানোর দাবী। আর কিছু নয়, নাম বদলে নীল মিয়া বিউটিফিকেশন করতে চাওয়াই সময়ের দাবী। জানা গেছে, সম্প্রতি কালিদাস ট্যাঙ্কির নাম বদলে লাল মিয়া পুকুর বিউটিফিকেশন রাখা থেকেই ইন্সপায়ার্ড হয়েছেন। এমন ইন্সপিরেশনের পর নাম বদল না করলে ব্যাপারটা একদম ভালো দেখায় না।

নাম বদল সম্পর্কে সামনে নির্বাচিত হওয়ার সম্ভাবনাময় মেয়র আমাদের বললেন, ‘নদ, নদী, পুকুর, খাল, বিল এদের আমরা সিরিয়াসলি নেই না। যুগ যুগ ধরে একই নাম, একই পরিচয়, এগুলো তো ঠিক না। ওদেরও তো মন চায়, নতুন নতুন নাম পাবে, মানুষ নতুন নতুন নামে ডাকবে, কেউ কেউ নিকনেম দিবে, আমরা এসব চিন্তা করেই এই সিদ্ধান্তে এসেছি। নাম বদলের সাথে সাথে মানুষের আকিকা করতে হয়, কিন্তু ও তো একটা নদী। তাই আমরা আকিকা না করে, ওর সৌন্দর্যের পেছনে কাজ করব।’

অন্য এক গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে, একে একে দেশের সকল নদ-নদী, পুকুর, খাল-বিলের, নতুন নতুন নাম দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। একশ সংখ্যা বিশিষ্ট ক্রিয়েটিভ লোকজন এসব নাম খোঁজায় খুব ব্যস্ততার সাথে কাজ করছেন। 

আমরা ব্রক্ষ্মপুত্র নদের এক গোপন সাক্ষাৎকার নিলে নদ আমাদের জানালো, ‘আমিও অনেক খুশি হয়েছি। যুগ যুগ ধরে আমার একটা নাম, কত্ত বাজে একটা বিষয়। এখন পোলাপান নতুন নামে ডাকবে, নতুন পরিচয় হইলো, ভালোই লাগতেছে। নদীদের কাছে আমার সম্মানও এবার বাড়বে মনে হচ্ছে।’

৪০৬ পঠিত ... ১৬:৪৩, মে ২৭, ২০২৩

Top