ফেসবুকে কোনো প্রোডাক্টের দাম জানতে চাইলে পেইজের পক্ষ থেকে আমাদের সরাসরি ধাক্কার মাধ্যমে ইনবক্সে পাঠিয়ে দেয়া হয়। সেই ধাক্কা মেনে নেয়া গেলেও সরাসরি যখন কেউ ‘চেক ইনবক্স’ বলে সেই ধাক্কা জনগণ কীভাবে মেনে নেবে চৌধুরী সাহেব? এবারে তাই হয়েছে, আরিফ নামের এক ভদ্রলোক ইল্লিয়েনে পাঞ্জাবি পছন্দ করে দাম জানতে চাইলে সামনে দাঁড়ানো সেলসম্যান বলে উঠলেন, ‘চেক ইনবক্স স্যার।‘
সেই সেলসম্যানের সাথে এক গোপন সাক্ষাৎকারের মাধ্যমে জানা গেল, ‘তার গত তিন বছর যাবত ফেসবুকে একটা কাপড়ের পেইজ আছে। সেই পেইজে নিয়মিত প্রতিটা কমেন্টের রিপ্লেতেই তাকে চেক ইনবক্স লিখতে হয়। এই অভ্যাসের জায়গা থেকেই আসলে এই সমস্যাটা হয়। আগেও অনেকবার এই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে।‘
এদিকে আরিফ নামের সেই ভদ্রলোক মাথার তার ছিঁড়ছেন আর নিজের মনে গালাগালি করছেন, ‘এতোদিন অনলাইনে কিছু কিনতে পারতাম না এই চেক ইনবক্স, চেক ইনবক্সের জন্য। গত ৩ বছর ধরে পুরান কাপড় পরেই চালাচ্ছি। আজকে যা একটু শপিং-এ আসলাম আমাকে নাকি এখানেও বলে চেক ইনবক্স…’
ভদ্রলোক শেষমেশ কাঁদতে কাঁদতে সবার সামনে শপথ নিলেন, তিনি যে কয়দিন বেঁচে আছেন, কোনোদিন আর কাপড় কিনবেন না। কেউ দয়া করে দিলে পরবেন নাহয় পুরান কাপড় দিয়েই চালাবেন।