মেয়েদের মেসেজ রিকোয়েস্ট বক্সে সসেজের ছবি পাওয়াটা নতুন কিছু নয়। বহুকাল ধরেই ছেলেরা নিয়মিত এই গুরু দায়িত্ব পালন করে আসছে। এর জন্য প্রায়ই মেয়েদের অনেক রকম হয়রানি ও অস্বস্তির শিকার হতে হয়। কিন্তু এবার এই সসেজের ছবিকেই কাজে লাগিয়েছে কাজল নামের এক তরুণী। ইনবক্সে পাওয়া সসেজ দিয়ে শুরু করেছেন সসেজের বিজনেস। তা থেকেই মাসিক আয় প্রায় ৫০০০০ টাকা।
eআরকি প্রতিবেদক রাসেলের সাথে একান্ত এক কাল্পনিক সাক্ষাৎকারে কাজল জানান, ‘আজ প্রায় অনেক বছর ধরে আমি মেসেজ রিকোয়েস্ট বক্সে সসেজের ছবি পাচ্ছি। একদিন হুট করে আমার মাথায় এই বিজনেসের আইডিয়াটি আসে।’
নিজের এই সসেজ বিজনেসের সুবিধার কথা জানাতে গিয়ে কাজল বলেন, ‘প্রোডাকশনে কোনো খরচই নাই। যা খরচ একটু ডিস্ট্রিবিউশনে।‘
তিনি জানান, তার মেসেজ রিকোয়েস্ট বক্সে একশটির উপর সসেজের ছবি জমেছিলো। তখন হঠাৎ তার মাথায় একটি বিজনেস আইডিয়া এলো। তিনি ঠিক করলেন আগের সব সসেজসহ নতুন সসেজগুলো তিনি বিক্রি করবেন। প্রথমে খুব বেশি বিক্রি না হলেও আস্তে আস্তে তার এই বিজনেস বিপুল জনপ্রিয়তা লাভ করে। এখন তিনি চড়া দামে সসেজ বিক্রি করছেন।
কাজল এখন তরুণীদের জন্য একজন আইডল। দেশজুড়ে লাখো তরুণী সসেজ বিজনেস শুরু করেছে এবং নিজ নিজ জায়গায় সফলতা অর্জন করছে।
কাজল সসেজের বিজনেস করলেও মেসেজ রিকোয়েস্ট বক্স থেকে কেউ কেউ শুরু করেছেন চম্পা কলার বিজনেসও। সফলতা পাচ্ছেন তারাও।