আনুভ জেইনের কনসার্টকে সামনে রেখে কোলবালিশের বাজারে ভীড়

১৫৬ পঠিত ... ১৭:০৫, মে ১১, ২০২৩

Kolbalish

বাংলাদেশে গান গাইতে আসছে ভারতীয় তরুণ শিল্পী আনুভ জেইন। আনুভ জেইনের কনসার্টকে সামনে রেখে সিঙ্গেল সমাজের মাঝে দেখা দিয়েছে নানান হতাশা। পার্টনার না থাকার কীভাবে কনসার্টে যাবেন তা নিয়ে নানান চিন্তায় তারা। কোনো পার্টনার না পেয়ে অনেকে ছুটছেন কোলবালিশের দোকানে। কনসার্টে যাওয়ার সময় সাথে করে নেয়ার জন্য কিনছেন কোলবালিশ।

রাজধানির নীলক্ষেত এলাকায় কোলবালিশের দোকানে এমন ভীড় লক্ষ্য করা যায়। ভীড়ের মধ্য থেকে একজন বলেন, ‘আমি দুইটা কোলবালিশ কিনেছি। আরও একটা কিনতে হবে। কিনেই যখন নিবো কম নিবো কেন?’  

সদ্য ব্রেকাপ হওয়া অনেকেও এসেছেন কোলবালিশ কিনতে। এমনই একজন বলেন, ‘আনুভ জেইন আসার আগে আগে ব্রেকাপ হয়ে যাবে ভাবিনি। হাতে সময়ও কম। এই সময়ের মধ্যে একজন পার্টনার ম্যানেজ করা আসলে কঠিনই। সেজন্য কোলবালিশ কিনতে চলে আসলাম।‘

নীলক্ষেত থেকে ফেরার পথে একজনকে দেখা যায়, একটা বিদ্যুতের পিলার ধরে কাঁদছেন। কাছে যেতেই আমাদের জড়িয়ে ধরে বলেন, ‘আমাকে একটা কোলবালিশ দিবেন? পুরোনো হলেও চলবে।‘

ঘটনা কী জানতে চাইলে তিনি বলেন, আমি এতোটাই সিঙ্গেল যে কনসার্টে যাওয়ার জন্য কোলবালিশও পাচ্ছি না। আমি আসার আগেই শেষ হয়ে যাচ্ছে।‘

১৫৬ পঠিত ... ১৭:০৫, মে ১১, ২০২৩

Top