এসির টেম্পারেচার ১৮ থাকবে নাকি ২০; এই নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি

২৭৬ পঠিত ... ১৪:৫১, এপ্রিল ১৭, ২০২৩

এসির

বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে এক অসহ্যকর গরম। গরমের ঝাপটায় আজকে সৌদি হচ্ছি তো কালকে দুবাই। ঘরে ঘরে জ্বলছে এসি, তাও আরাম নাই। তবু এই গরমে মারামারি ছেড়ে বের হতে পারছেন না আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাই-ব্রাদার্স। গতকাল মধ্যরাতে এসির টেম্পারেচার ১৮ নাকি ২০ হবে তা নিয়ে মারামারি লেগে আহত হয়েছেন ৫ জন আর নিহত হওয়ার ভান ধরে বসে আছেন ২ জন।

 

সেই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা মকসুদ নামের এলাকার বড় ভাই আমাদের বললেন, ‘ঝগড়া লেগেছে আমারই ঘনিষ্ট দুই ছোট ভাইয়ের মধ্যে। ওরা বাজারেই এক দোকানে বসে চা খাচ্ছিল। হঠাৎ করে ইকবাল এসির টেম্পারেচার ১৮ থেকে ২০ এ দিয়ে দিলো, এতেই শুরু হলো দাংগা! ইকবালের কথা হচ্ছে ২০ এ রাখলেই ঠান্ডাটা পার্ফেক্ট থাকবে। এদিকে জনির বিশ্বাস ১৮ তে না দিলে ঘর গরমই থাকে। প্রথমে কথা কাটাকাটি কিন্তু পরে চোখের পলকে দুইজনই লেগে গেল।‘

হাসপাতালের বিছানায় ভান ধরে পরে থাকা জনির কাছে গেলে জনি আমাদের বলল, ‘ওই ইকবালের বাচ্চা এসির কী বুঝে? ও জীবনে এসি দেখছে? আমি জন্মের পর থেকে এসির নিচেই থাকি, আমার বাসার বাথরুমেও এসি লাগানো। এসির টেম্পারেচার কখন কততে দিলে পার্ফেক্ট এটা আমি ছাড়া আর কে জানবে? গরম পরছে দুইদিন হইছে, এসি দেখছে চোখে আর এখনই এতো হিসাব। আমি শুধু সুস্থ হয়ে ফিরি, ওরে দেখে নিব।‘

ইকবালের সাথে কথা বলতে চাইলে ইকবাল এক সুন্দরী নার্সের মাধ্যমে জানালো সে কথা বলতে ইচ্ছুক না। তবে ইকবালের নার্স আমাদের কানে কানে বলে গেল, ‘জনিকে এমনটা করতে মকসুদ ভাই-ই বলে দিয়েছিলেন।‘  

২৭৬ পঠিত ... ১৪:৫১, এপ্রিল ১৭, ২০২৩

Top