২০ হাজার টাকার জিলাপি চুরির গল্প নিয়ে আসছে ‘ধুম ৪’

২০২ পঠিত ... ১৪:১৫, এপ্রিল ০৬, ২০২৩

Dhoom4-thumb

বাংলাদেশে বিশ্বমানের সিনেমা হয় না—চিরায়ত এই বদনামটা হয়তো অচিরেই ঘুচতে চলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানিয়েছেন, ‘ইদের পরেই তিনি বিশ্বমানের একটি সিনেমা বানাবেন। সিনেমার নাম—ধুম ৪!’ এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে পরিচালক বলেন, ‘চুরি-টুরি নিয়ে ধুমের মতো সিরিজ খুব কমই দেখা যায়। ভারত যদি চুরি নিয়ে এত চমৎকার সিনেমা বানাতে পারে, আমরা কেন পারব না? চুরি কি আমাদের দেশে কম হয়? আমার তো মনে হয় চুরি বিষয়ে প্রতিযোগিতা হলে বিশ্বের কোনো দেশই আমাদের হারাতে পারবে না।‘

 

সিনেমার নাম ধুম ফোর কেন—এই প্রশ্নের উত্তরে পরিচালক জানিয়েছেন, ‘নামটা চুরি করলাম। যদিও এটাকে টেকনিক্যালি চুরি বলা যায় না। ওরা থ্রি পর্যন্ত বানিয়েছে, আমরা বানাব ফোর। আর আমাদের সিনেমায় চুরি করব জিলাপি। আপনি জানেন সম্প্রতি সোনা-মাখানো জিলাপি পাওয়া যাচ্ছে। বিশ হাজার টাকা পার কেজি। সাধারণ মানুষের পক্ষে এই জিনিস চুরি না করে খাওয়া সম্ভব না। তাছাড়া জিলাপিতে আসল সোনা ব্যবহার করা হচ্ছে কিনা, সেটাও দেখতে হবে। আমাদের নায়ক জিলাপি চুরি করবে, সোনা পরীক্ষা করবে, নিজে পরিবারসহ খাবে, শ্বশুরবাড়িতে পাঠাবে…এই যা, স্পয়লার দিয়ে দিচ্ছি! আর বলা যাবে না, বাকিটা সিনেমায় দেখবে দর্শক।‘

 

এই প্রতিবেদক অনেক চেষ্টা করে জানতে পেরেছেন যে, ধুম ফোরে অভিনয় করবেন আরেফিন শুভ। যদিও পরিচালক তা সরাসরি স্বীকার না করে কায়দা করে এড়িয়ে গেছেন। তিনি বলেছেন, ‘কিছু কথা থাক না গোপন! কে অভিনয় করবে, তা এখন জানানো যাবে না। তবে শুভ হতে পারে! তিনি তো কদিন আগেই বলেছেন, ক্যামেরা চালু আছে মানেই দেশে মত প্রকাশের স্বাধীনতা আছে। এরকম কথা যে বলতে পারে, তার পক্ষে যেকোনো পরিস্থিতিই সামাল দেয়া সম্ভব। আর বোঝেনই তো ব্যাপারটা, এই ধরনের সিনেমায় একটু চালাক-চতুর নায়ক না হলে ঠিক জমে না।‘

২০২ পঠিত ... ১৪:১৫, এপ্রিল ০৬, ২০২৩

Top