মাছ, মাংস খাওয়া ছেড়ে দেওয়ায় বাংলাদেশিদের অভিনন্দন জানালো বিশ্ব ভেগান সমিতি

২৩৮ পঠিত ... ১৬:২৩, এপ্রিল ০১, ২০২৩

Vegan-somiti

দামের জন্য মাছ, মাংস খাওয়া ছেড়ে দেয়ার কারণে বা কমিয়ে দেয়ার জন্য বাংলাদেশিদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ব ভেগান সমিতি। মূলত গত কয়েক সপ্তাহ ধরেই দ্রব্যমূল্যের আকাশছোয়া পরিস্থিতি দেখে অনেকে নিজের খাদ্যতালিকা থেকে মাছ, মাংসের মতো বিষয়গুলোকে টাটা বলে দিয়েছেন। আর এতেই বাংলাদেশিদের প্রতি খুশি হয়ে তাদের নিজেদের দলে যোগদানের জন্য এমন শুভেচ্ছা জানিয়েছেন ভেগান সমিতির সদস্যরা।

গণহারে টুইট করার পাশাপাশি সমিতির সভাপতি ভেগানুল আলম আমাদের বলেন, ‘আপনাদের সরকার এতদিনে আপনাদের লাইনে আনতে পেরেছে দেখে আমাদের খুব ভালো লাগছে। আমাদের ইউরোপ আমেরিকায় তো ভেগান হতে বললেই লোকজন মারতে তেড়ে আসে। অথচ আপনাদের দেখেন,  টেকনিক করে দাম বাড়িয়ে কি সুন্দর ভেগান বানিয়ে দিলো। এমন অভিনবভাবে ভেগান বানানোর তরিকার ব্যাপারে শিখতে আমাদের ৭ সদস্যের একটি দল আপনাদের দেশে কোর্স করতেও যাবে এর মধ্যে।‘

মাছ, মাংসের দামের ব্যাপারে আমাদের ইউরোপিয়ান লাইফস্টাইল এক্সপার্ট পিঁয়াজ ভাইকে কল করা হলে তিনি বলেন, ‘দেশ যে ইউরোপ আমেরিকা হয়ে গিয়েছে প্রমাণ পেয়েছেন তো। বাইরে থেকেও লোকজন আমাদের অভিনন্দন জানাচ্ছে। আর আপনাদের প্রতি আমার অনুরোধ সবকিছুরই ভালো দিকটা দেখার একটু চেষ্টা করুন। মাছ মাংস খাওয়া ছেড়ে দিলে আপনাদেরও কিন্তু লস নাই, স্বাস্থ্যকর জীবনের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলেন।‘

 

২৩৮ পঠিত ... ১৬:২৩, এপ্রিল ০১, ২০২৩

Top