চন্দ্রবিন্দুর বিন্দু থাকবে ওপরে: কড়া হুঁশিয়ারি রাংলা একাডেমির

১০৬৬ পঠিত ... ১৫:০৮, মার্চ ২৫, ২০২৩

চন্দ্রবিন্দুর-বিন্দু

গতকাল হঠাৎ করেই নিয়ম ভুল করে মাথার উপর আকাশে ভুল-ভাল চন্দ্রবিন্দু দেখা গেছে। যদিও মানুষ এটাকে ভুল-ভাল চন্দ্রবিন্দু বলেন নাই, বরং সবাই খুব সুন্দর চন্দ্রবিন্দু বলে নিজেদের ফেসবুক ফিড চাঁদের আলোয় ভরিয়ে দিয়েছেন। কিন্তু, এবার আওয়াজ উঠালো রাংলা একাডেমিতে। বিন্দু উপরে দেয়ার জন্য আসলো একদম কড়া হুঁশিয়ারি! 

এমন হুঁশিয়ারি সম্বন্ধে রাংলা একাডেমির কাছে জানতে চাইলে সেখান থেকে এক ভূয়া ভয়েস মেসেজের মাধ্যমে আমাদের জানানো হলো, ‘চাঁদ হোক আর সূর্য হোক ভুল করলে তো হবে না। চন্দ্রবিন্দুর বিন্দু উপরে থাকবে এটাই আমাদের নিয়ম, বাচ্চা-কাচ্চা এটাই শিখে আসছে! এখন যদি এমন ভুল-ভাল ভাবে মাথার ওপর চন্দ্রবিন্দু ওঠে তাহলে বাচ্চারা কী শিখবে? দ্বিতীয়বার এমন ভুল আমরা দেখতে চাই না, যা হইছে হইছে।‘ 

এমন সময় আরেকটা অসত্য ইমেইলের মাধ্যমে তারা আমাদের জানালেন, ‘গতকাল সাথে সাথে সঠিক পদক্ষেপ নেয়ার ফলে রাতারাতি এই ভুল চন্দ্রবিন্দু আকাশ থেকে নামিয়ে নেয়া হয়েছে। আজকেও আমাদের আকাশের দিকে আছে কড়া নজরদারি! এমন কিছু দেখলেই, সাথে সাথে নামাতে বলা হবে। না নামানো হলে, আমরা আকাশ ঢেকে দেয়ার ব্যবস্থাও করবো ভাবছি।

চাঁদের সাথে এক গোপন সাক্ষাৎকারে যাওয়ার চেষ্টা করেও আমাদের সাংবাদিক যেতে পারেননি। কিন্তু চাঁদের নিচের বিন্দু আমাদের জানালেন, ‘আমার নাম “বিন্দু”। আমি চাঁদের খালাতো কাজিন। আমাদের অনেকদিন দেখা হয় না, তাই কাল দেখা করতে এসেছিলাম। এটাকে নিয়ে এতো নজরদারি আর হুঁশিয়ারি করা তো ঠিক না!’

১০৬৬ পঠিত ... ১৫:০৮, মার্চ ২৫, ২০২৩

Top