সামনের বর্ষাকালে বসুন্ধরায় থাকতে চান কুবের মাঝি

৩৪০ পঠিত ... ১৬:৩৯, মার্চ ২০, ২০২৩

সামনের-বর্ষাকালে-বসুন্ধরায়-থাকতে-চান-কুবের-মাঝি

আমাদের সবার পরিচিত পদ্মা নদীর মাঝি এবার নিজের লোকেশন বদলাতে চান। আসন্ন বর্ষাকালে অতি পরিচিত পদ্মা নদী ছেড়ে তিনি আসতে চাচ্ছেন ঢাকার বসুন্ধরা এলাকায়। জানা গেছে, পুরো বর্ষাকাল জুড়েই তাকে পাওয়া যাবে বসুন্ধরায়!

এ বিষয়ে কুবের মাঝির সাক্ষাৎকার নিতে গেলে তিনি এক ভূয়া ইমো কলের মাধ্যমে পদ্মা নদীর মাঝখান থেকে আমাদের সাথে যুক্ত হলেন। তিনি জানালেন, ‘পদ্মা নদীতে তো খুব একটা পানি নেই। বর্ষাকালে কী আর এমন পানি হবে। কিন্তু, বসুন্ধরায় বর্ষাকালে যা একটা পানি হয়! সেখানে নৌকা চালাতে আলাদা এক মজা পাওয়া যাবে। তাছাড়া আমি বছরখানেক ধরেই ভাবছিলাম আমার জায়গা বদলাবো কিন্তু মনের মতো জায়গা পাইনি বলে বসে ছিলাম। এবার মনের মতো জায়গা পেয়েছি তাই আর কোনো বিড়ম্বনা নেই।’

এদিকে কুবের মাঝির বসুন্ধরায় আসা নিয়ে খুশি হয়েছে বসুন্ধরার অ্যাস্থেটিক ফটোজেনিক তরুণীরা! তারা জানালেন, ‘কুবের মাঝি আসার আগেই আমরা কপিলার মতো শাড়ি পরা শিখে রাখছি। এমনকি ফটোগ্রাফারও ভাড়া করা শেষ, এখন শুধু মাঝি আসার পর তার শিডিউল আগে আগে নিয়ে রাখতে হবে। “আমাকে নিবা মাঝি” ডায়লগে আমরা ছবি তুলতে না পারলে আমাদের এ জীবন তো সার্থক হবে না। এত বড় সুযোগ হাতছাড়া করা যায় না।’

তবে বসুন্ধরা পাড়ার কিছু মুরব্বিরা জানালেন, ‘যত যাই হোক, আমাদের মেয়েদের থেকে কুবেরকে দূরে থাকতে হবে। ব্লাউজ ছাড়া মেয়েরা ওর সাথে যেতে চাইবে, আমরা তো এমনটা মেনে নেব না, তাই না?’

৩৪০ পঠিত ... ১৬:৩৯, মার্চ ২০, ২০২৩

Top