কর্পোরেট অফিসে কাজের বিরতিতে মাইন্ড রিফ্রেশের জন্য রাখা হয় PS4। কিন্তু এই PS4-গুলোতেই এবার দেখা মিলেছে মাকড়সার। কিছু কিছু অফিসে যাওয়ার পর দেখা গেলো রীতিমতো আস্তানা গেড়ে বসেছে মাকড়সা। PS4 যেন তাদের নিজস্ব বাড়ি।
গুলশানের এক কর্পোরেট অফিসে গেলে দেখা গেলো, সেখানের PS4-এ একসাথে ৫-৬টা মাকড়সা মিলে মেতে আছে পার্টিতে। একটা জুটি আবার নতুন মাকড়সা তৈরিতেও ব্যস্ত। কাজের ফাঁকে অফিসের এক ভাই জানালেন, ‘আমরা খেলব কী ভাই! কাজের চাপে এইটার দিকে তাকানোরই সময় পাই না।’
এক ভূয়া প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, এসব কর্পোরেট অফিসের PS4 প্রথম কিছুদিন সচল থাকলেও আস্তে আস্তে এরা এক্সের মতো নাই হয়ে যায়। তখন আর এদের কেউ পাত্তা দেয় না কিংবা দেয়ার সময়ই পায় না।
PS4 এ কে কখন খেলবে এটা নিয়ে শিডিউলের ঝগড়া থাকার কথা ছিল কলিগদের মধ্যে কিন্তু একদম বিপরীতরুপে এখন ঝগড়া হয় মাকড়সা আর টিকটিকিদের! মাঝেমধ্যেই নাকি মাকড়সার ঘর ভেঙে দিতে টিকটিকি এসে জুড়ে বসে থাকে এই PS4!