ডাচ-বাংলা ব্যাংকের উদ্ধার হওয়া টাকার হিসেব রাখার জন্য ডাক পড়ছে আর্জেন্টিনা ফ্যানদের

১৯১ পঠিত ... ১৭:৪২, মার্চ ১৪, ২০২৩

Dutch-bangla-banker-takar-hishab

কিছুদিন আগে ডাচ-বাংলা ব্যাংকের এগারো কোটি টাকা ছিনতাই হয়। কিন্তু একসাথে এগারো কোটি টাকা ছিনতাই হলেও একসাথে সব টাকা উদ্ধার হয়নি। কিন্তু ছিনতাই হওয়া এই টাকা উদ্ধার হচ্ছে ইনস্টলমেন্ট সিস্টেমে। কখনও আড়াই কোটি, কখনও ৩ কোটি, কখনও ৯ কোটি, কখনওবা ৫৮ লাখ। এভাবে ইনস্টলমেন্টে উদ্ধার হওয়ার টাকার হিসেব রাখতে হিমসীম খাচ্ছে সংশ্লিষ্টরা। ফলে সঠিকভাবে হিসেব রাখার জন্য ডাক পড়ছে আর্জেন্টিনা ফুটবল ফ্যানদের।

দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার দ্বিতীয় বাউন্ডে ওঠার সমিকরণ হিসেব করতে করতে আর্জেন্টিনা ফ্যানরা অনেকদিন ধরেই গণিতে হিসেব-নিকেশে নিজেদের সেরা জায়গাটা দখল করে। এই বিষয়টি আর্জেন্টিনা ফ্যানদের ব্যাপারে আগ্রহী করে তুলেছে ব্যাংকের কর্মকর্তাদের। এক কর্মকর্তা eআরকিকে বলেন, ‘আমরা হিসেব রাখার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এত জটিল হিসেব আসলে আর্জেন্টিনা ফ্যানরা ছাড়া আর কারও পক্ষে রাখা সম্ভব না।’

যদিও আর্জেন্টিনা ফ্যানরা ডাচ-বাংলা ব্যাংকের এই কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন। আর্জেন্টিনা ফ্যানদের পক্ষ থেকে একজন বলেন, ‘এইসব হিসেব-নিকেশ আমরা অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমরা এখন কাপ জিতেছি, বিশ্বচ্যাম্পিয়ন। এখন আমরা এইসব ছোট কাজ আর করি না।‘

১৯১ পঠিত ... ১৭:৪২, মার্চ ১৪, ২০২৩

Top