অনেকদিন ধরেই নাদিয়ার কিছু গোপন কথা জানার চেষ্টা করছে নাদিয়ার ননদ শারমিন। নাদিয়া শারমিনের ভাইয়ের স্ত্রী। রাতে নাদিয়া ভাইয়ের সাথে কী কথা বলে, কী কানপড়া দেয়-এইসব জানলে সংসারটা শারমিন নিজের কব্জায় রাখতে পারবে। যখন তখন ভাইয়ের স্ত্রী নাদিয়াকে সাইজ করতে পারবে। এইসব আশা থেকেই উপাত্ত সুরক্ষা আইন নামে নতুন এক আইনের স্বরনাপন্ন হয়েছেন শারমিন নামের এক তরুণী।
ভালো ফলাফল পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন নাদিয়া। নাদিয়া বলেন, ‘উপাত্ত সুরক্ষা আইন আসাতে উপকারই হইছে বলা যায়। এখন আমি আমার রুমে বসে বসে ওদের সব জানি। এই সংসার এখন আমার হাত থেকে আর কেউ নিতে পারবে না।‘
নিজে উপকার পেলে আশেপাশের মানুষজনকেও এই আইন সম্পর্কে অবগত করবেন বলে জানিয়েছেন নাদিয়া। নাদিয়া বলেন, ‘আমার এক বন্ধু ওর প্রেমিকার তথ্য জানতে চায়, ওকে ব্যবহার করতে বলবো। আমার এক চাচীকেও বলে রাখছি, উনিও ছেলের বউ নিয়ে বিপদে আছে। ওকেও কব্জা করতে হবে। আমি উপকার পেলে এইসব কাস্টমার একদম বান্ধা।‘
উপাত্ত সুরক্ষা আইনের পাশাপাশি এমন আরও বেশ কিছু গণবান্ধব আইন চান বলেও দাবি করেছেন অনেকে। এমনই একজন বলেন, প্রশ্ন পেপার সুরক্ষা আইনের দরকার। এই আইনের মাধ্যমে স্যার কী প্রশ্নপত্র করছে তা আমরা আগেই জেনে যাবো। এরপর ফুলমার্কস। এইসব স্টুডেন্টবান্ধবন আইন নিয়েও আপনাদের ভাবা উচিত।‘