নারী দিবসের শুভেচ্ছা জানালেন ডা. মুরাদ হাসান

২০০ পঠিত ... ১৮:৫৩, মার্চ ০৭, ২০২৩

নারী-দিবসের-শুভেচ্ছা-জানালেন-ডা

নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা জানিয়েছেন ডা. মুরাদ হাসান। একটি সম্পূর্ণ অবিশ্বস্ত সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি। নারী দিবস উপলক্ষে নাহিদ রহমান নামের এক উপস্থাপকের সাথে এক অনলাইন পডকাস্টের আয়োজন করেন তিনি।  

সেখানে শান্তগলায় তিনি বলেন, ‘মেয়েদেরকে সম্মান দিতে হবে। তাদের চলার পথ মসৃণ করতে হবে। তাদেরকে আজেবাজে গালি দেয়া যাবে না। তাদের সাথে ভালো ভালো আচরণ করতে হবে।‘

এই দিবসকে সামনে নিয়ে বেশ কিছু অ্যাক্টিভিটিরও আয়োজনও করেছেন মুরাদ হাসান নামের নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি। তিনি বলেন, ‘এমন একটি মহিমান্বিত দিবসে আমি নিজ উদ্যোগে অসহায় ও সুস্থ নারীদের মাঝে স্টেক বিতরণের আয়োজন করেছি।‘

পডকাস্টের এক পর্যায়ে কোন কারণ ছাড়াই হুট করে ক্যামেরার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েন মুরাদ হাসান। এরপর হাতজোড় করে বলে ওঠেন, ‘দেখেন আমি ভালো হয়ে গেছি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ! আমি আবারও ফিরে আসতে চাই।’

তবে তিনি কার কাছে কেন মাফ চেয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

২০০ পঠিত ... ১৮:৫৩, মার্চ ০৭, ২০২৩

Top