বেড়ে যাচ্ছে ডিমের দাম, বিকল্প খুঁজছে ডিডি পুলিশ

১২১ পঠিত ... ১৭:৪১, মার্চ ০৬, ২০২৩

DD-police

ডিমের হালি ৪৫-৪৭ টাকা দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় ডিম কেনা খুবই দুষ্কর ব্যাপার! প্রতিদিনের খাবারে ডিম না রাখলেও টিকে থাকা যাচ্ছে, খেয়ে বাঁচছে সাধারণ মানুষ। কিন্তু ডিম ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছেন না ডিডি পুলিশ। এত টাকা দিয়ে ডিম কেনাও সাধ্যের বাইরে! তাদের এবার লাগবে ডিমের বিকল্প!

এমন ঘোষণার পর শাহবাগের মোড়ে দাঁড়িয়ে থাকা এক ডিডি পুলিশের সাথে কথা বললে তিনি জানালেন, ‘আমাদের তো অপরাধীদের জন্য একটা স্পেশাল থেরাপির ব্যবস্থা আছে! এই থেরাপিটা ওদের খুব পছন্দ, এটা ছাড়া ওরা মুখ দিয়ে সত্যি কথা বেরই করতে চায় না! কিন্তু ওদের পেছনে আমরা তো দিনের পর দিন এতো টাকা খরচ করে এই থেরাপি দিতে পারব না! আমাদের যেভাবেই হোক একটা বিকল্প বের করতেই হবে।‘

এমন সময় তার জুনিয়র এক কর্মকর্তা নিজের ফোনের ওয়ালপেপারে জায়েদ খানের ছবি সেট করতে করতে বললেন, ‘এখন স্যারের যায়া আমার গুরুর ছবি দেখাবো আর বিকল্প পদ্ধতি বলে দিয়ে প্রমোশনটা নিয়ে নেব!’

আমাদের সহকারী সাংবাদিক জায়েদ খানের ছবির ব্যবহারের সাইন্সটা জিজ্ঞেস করলে স্যার জানালেন, ‘আপনি জানেন না? উনি প্রতিদিন ৮টা ডিম খান, কুসুম ছাড়া। কোনোভাবে ডিম উদ্ধার না করা গেলেও কুসুমগুলো নিয়ে আসলেও কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে।‘

১২১ পঠিত ... ১৭:৪১, মার্চ ০৬, ২০২৩

Top