কোক স্টুডিও বাংলার নতুন গান বনবিবি নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া৷ কেউ হাজারবার শুনছেন তো কেউ জানাচ্ছেন সন্তোষের কথা৷ সোস্যাল মিডিয়া ছাড়িয়ে বনবিবির এই রেশ ছড়িয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়াতেও৷ জানা গেছে, কোক স্টুডিও বাংলার বনবিবি গান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে৷ সংঘর্ষে ৫০টি গিটার, ২০টি বাঁশি, ৩০টি বেহালা আহত হয়েছে।
অবিশ্বস্ত এক সূত্র থেকে জানা গেছে, ট্যাটা, বর্শার বদলে ব্রাহ্মণবাড়িয়াবাসী সংঘর্ষে জড়িয়েছে গিটার, তবলা, সানাই, বাঁশিসহ দেশি বিদেশি নানা বাদ্যযন্ত্র নিয়ে৷
বাদ্যযন্ত্র কেন জানতে চাইলে বনবিবি পছন্দ করা এক ব্রাহ্মণবাড়িয়াবাসী জানান, 'প্রকৃতির মিশেলে এত দুর্দান্ত ফিউশন আমি বাংলাদেশে এর আগে আর দেখিনি। গানটা আমার শরীরে গোউসবাম্প এনে দিছে৷ এমন একটা গান নিয়ে তো আর ট্যাটা দিয়ে মারামারি করা যায় না! তাই সুরেলা মারামারি করতেছি।'
সরেজমিনে না গিয়ে দেখা যায়, একপক্ষ গিটার ছুঁড়ে মারছে তো অন্যপক্ষ ছুঁড়ে মারছে সেতারা৷ এরমধ্যে মাথায় বেহালা পড়ে একজন আহত হওয়ার সংঘর্ষে জড়িত দুপক্ষ যৌথ বিবৃতি দিয়ে ক্ষমাও চেয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার এমন সংঘর্ষকে স্বাগত জানিয়েছে চট্টগ্রামবাসী। বনবিবি গান নিয়ে বোনবিবি টাইপ জোকস বানানোর ক্ষোভ থেকে চট্টগ্রামের এক বাসিন্দা বলেন, 'এই গানটি আমাদেরকে হেয় করার জন্য বের হইছে। এই গান বন্ধ করে দেয়া উচিৎ৷ বন্ধ না করলে আমরাও মারামারি করবো।'