পাশ্চাত্যের অক্সফোর্ডেও দশ টাকায় ছা-ছপ-শিঙ্গারা দেবার দাবী

১৬৯ পঠিত ... ১৭:২৩, মার্চ ০৪, ২০২৩

পাশ্চাত্যের-অক্সফোর্ডেও-দশ-টাকায়-ছা-ছপ-শিঙ্গারা-দেবার-দাবী

প্রাচ্যের মতো পাশ্চাত্যের অক্সফোর্ডেও দশ টাকায় ছা-ছপ-শিঙ্গারা সাপ্লাইয়ের জন্য দাবী জানিয়েছেন সেখানকার শিক্ষার্থীরা। বার্গার কিংবা পিজ্জার মতো খাবারগুলো খেতে খেতে একঘেয়ে লাগার পাশাপাশি তাদের পকেটের অবস্থাও খারাপ হতে শুরু করায় তারা এমন দাবী নিয়ে এসেছে জানা যায়। এ ব্যাপারে পাশ্চাত্যের অক্সফোর্ডের সহমত ভাইদের শাখার সংগ্রামী সহ-সভাপতি এন্টোনিও মাসুদ আমাদের বলেন, ‘অক্সফোর্ড তো অক্সফোর্ডই। তা সে প্রাচ্যের হোক বা পাশ্চাত্যের, তারা যদি দশ টাকায় ছা-ছপ-শিঙ্গারা পেতে পারে তাহলে আমরা কী দোষ করেছি? আর ব্যাপারটা শুধু খাওয়া দাওয়ার জন্যই না, এগুলো আমাদের ঐতিহ্যের অংশ।  দশ টাকায় ছা-ছপ-শিঙ্গারা না পাওয়া পর্যন্ত আমরা এ জায়গা থেকে নড়ছি না। আমাদের পিও অভিভাবকরাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের সাথে আছেন বলে জানিয়েছেন।’

অন্যদিকে অক্সফোর্ড ছাত্রদের দাবী জানার পর হার্ভাডের ছাত্রদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা যায়। এমনই এক উত্তেজিত হার্ভাড স্কলার আমাদের বলেন ‘ অক্সফোর্ডিও কোটা-ফোটা আমরা মানি না, এক জায়গায় দিলে সব জায়গাতেই ছা-ছপ-শিঙ্গারা দিতে হবে। নাহলে লড়াইয়ের জন্য আমরা রাজপথে তৈরি আছি।’

১৬৯ পঠিত ... ১৭:২৩, মার্চ ০৪, ২০২৩

Top