এয়ারপোর্টে ৫ কেজি ব্রয়লার মুরগি নিয়ে ধরা পড়লো নরসিংদীর নাসির

৫৮০ পঠিত ... ১৭:২০, মার্চ ০৪, ২০২৩

এয়ারপোর্টে-৫-কেজি-ব্রয়লার-মুরগি-নিয়ে-ধরা-পড়লো-নরসিংদীর-নাসির

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া তিন কেজি ওজনের ব্রয়লার মুরগি উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। গতকাল শুক্রবার মধ্যরাতের ঘটনা এটি। এ ঘটনায় যাত্রী নাসির রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুল্ক কর্তৃপক্ষ বলেছে, উদ্ধার করা মুরগির দাম আনুমানিক দুই কোটি টাকা। বিমানবন্দর থানার পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি উড়োজাহাজে সৌদি আরব থেকে শাহজালাল বিমানবন্দরে আসেন নাসির রহমান। তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক কর্মকর্তারা তার কাছে কোনো ব্রয়লার মুরগি বা খাসির মাংস আছে কিনা, জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দেন। 

 পরে তার ব্যাগেজ স্ক্যানিংয়ে একটি চার্জার লাইটের মোটরের ভেতর ব্রয়লার মুরগির অস্তিত্ব পাওয়া যায়। ওই চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে প্রায় পাঁচ কেজি ব্রয়লার মুরগি উদ্ধার করা হয়। তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানালেন, ‘এক বিশিষ্ট কোটিপতি আমাকে ৫০ হাজার টাকার বিনিময়ে তার এই ব্যাগটি নিয়ে আসতে বলেন। আমি জানতাম না এই ব্যাগের মধ্যে কী আছে!’

৫৮০ পঠিত ... ১৭:২০, মার্চ ০৪, ২০২৩

Top