ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে ভোট দিতে এসেছিলেন ম্যারাডোনা ও পেলে

১৭৪ পঠিত ... ১৬:১৪, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

Maradona-pele

 

ঘোষণা করা হয়েছে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের পুরস্কার। বর্ষসেরা খেলোয়াড় হিসেবে এই বছরের পুরস্কার উঠেছে লিওনেল মেসির হাতে। এদিকে এক গোপনসূত্রে জানা গেছে, ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড নির্বাচন করার জন্য ভোট দিতে এসেছিলেন ইতোমধ্যে পরকালে চলে যাওয়া ম্যারাডোনা ও পেলে।

 

কবর থেকে উঠে আর্জেন্টিনার বুয়েন্স এইরাস শহরে ভোট দিতে আসেন এই দুই মৃত তারকা। ফিরে যাওয়ার সময় বউ-বাচ্চা ও আত্মীয়-স্বজনের সাথে দেখাও করেন তারা।

 

মরার পরও ভোট দেয়ার এমন বুদ্ধি কোথায় পেয়েছেন? বাংলাদেশি এক রিপোর্টার এমন প্রশ্ন করলে ম্যারাডোনা বলেন, ‘দেখেন, আপনাদের দেশে হয়তো মৃত মানুষের ভোট দেয়ার নিয়ম নেই। কিন্তু আমাদের দেশে আছে। মরে গেছি বলে কি আমাদের ভোট দেয়ার অধিকার চলে যাবে নাকি! তাহলে গণতন্ত্রের আর দাম রইলো কী!’

 

এদিকে জানা গেছে ম্যারাডোনা ভোট দিতে পারলেও ভোট দিতে পারেননি পেলে। কেন্দ্রের সামনে গেলে ডি পল নামের এক ছাত্রনেতা পেলেকে থামিয়ে বলেন, ‘আপনি কবরে চলে যান। আপনার ভোট হয়ে গেছে।‘

 

বিষয়টি নিয়ে বেশ আক্ষেপ করে পেলে বলেন, ‘আমার ভোট যদি তোরাই দিয়ে দিবি তাইলে আমাকে কবর থেকে আসতে বললি কেন!’

১৭৪ পঠিত ... ১৬:১৪, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

Top