বায়ুদূষণ রোধে ঢাকার উপর দিয়ে বায়ূ বয়ে যাওয়া ঠেকাবে সিটি কর্পোরেশন

১২৩ পঠিত ... ১৬:৩০, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

বায়ুদূষণ-রোধে-ঢাকার-উপর-দিয়ে-বায়ূ-বয়ে-যাওয়া-ঠেকাবে-সিটি-কর্পোরেশনগতকিছুদিন যাবত প্রায় প্রতিদিনই বায়ুদূষণের ইনডেক্সে শুরুর দিকেই থাকছে ঢাকা। মাঝে মাঝে প্রথম হচ্ছে কখনও কখনও দ্বিতীয় বা তৃতীয়। ঢাকা শহরের এমন সাফল্যে মোটেও সন্তুষ্ট হতে পারছেন না ঢাকা মেয়ররা। জানা গেছে, তারা দ্রুতই ঢাকার বায়ুদূষণ দূর করতে চান। সে লক্ষে একটি মাস্টার প্রজেক্টও হাতে নেয়া হয়েছে। সম্পূর্ণ অবিশ্বস্ত একটি সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে  eআরকি।

 

মানুষ সবসময় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকতে চায় কিন্তু আপনারা কেন চান না? আমাদের এমন এক প্রশ্নে এক মেয়র নিজের ফেক আইডি থেকে বলেন, ‘আমরা ফার্স্ট হতে চাই না। আমরা ব্যাকবেঞ্চার ব্যাকবেঞ্চারই থাকতে চাই।‘

 

বায়ুদূষণ দূর করার মাস্টার প্ল্যান কী? জানতে চাইলে মেয়র বলেন, ‘আমরা ঢাকার ওপর দিয়ে বায়ু চলাচল বন্ধ করে দিচ্ছি। চোখও নাই চোখের পানিও নাই! বায়ুও নাই বায়ুদূষণও নাই।‘

 

পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে ফেক আইডি থেকে অন্য এক মেয়র বলেন, ‘আমরা ঢাকার চারপাশে দেয়াল তোলার একটা মেগাপ্রজেক্ট হাতে নিয়েছি। চারপাশে ৩০০ ফুট উঁচু করে দেয়াল হবে। এরপর দেখবো, এই দেয়াল ভেদ করে বায়ুদূষণ কীভাবে শহরের ভেতর ঢুকে!’

১২৩ পঠিত ... ১৬:৩০, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

Top